যে চরিত্রের জন্য এত পরিশ্রম
ব্ল্যাক অ্যাডাম’ এ বছরের আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম। হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন, যিনি ‘রক’ নামেই পরিচিত, তাঁর বহুল প্রত্যাশিত ছবি এটি। ‘ব্ল্যাক অ্যাডাম’–এর মূল চরিত্রে অভিনয় করছেন রক। জানিয়েছেন, তাঁর দুই দশকের ক্যারিয়ারে এ চরিত্র ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং।