ফ্রান্সের জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ ছবিটি ৭৪তম কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘স্বর্ণ পাম’ বা পাম দ্য’র জিতে নিয়েছে। এর ফলে কানের গত ২৮ বছর পর দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে জুলিয়া এ স্বাদ পেলেন। কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণ পাম জিতেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ছবি স্বর্ণ পাম জিতে গেলো এবার। বিশ্ব সিনেমার তীর্থভূমি কানে (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। নির্মাতা জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।
উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লিও ক্যারাক্স। ‘অ্যানেট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন রিয়ুসুকে হামাগুচি। ‘ড্রাইভ মাই কার’ ছবির চিত্রনাট্যের জন্য সেরা হলেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক কারা হাসলেন শেষ হাসি:
পাম দর: টাইটেন, নির্মাতা জুলিয়া ডুকুরনো
গ্র্যান্ড প্রিক্স: অ্যা হিরো ও কমপার্টমেন্ট নম্বর সিক্স
জুরি প্রাইজ: ‘আহেদ স নি’ ও ‘মেমোরিয়া’
সেরা নির্মাতা: লিও কারাক্স (অ্যানেটে)
সেরা অভিনেতা: ক্যালেব ল্যান্দ্রি জোনস (নিট্রাম)
সেরা অভিনেত্রী: রেনেট রেইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড)
সেরা চিত্রনাট্য: রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)
ক্যামেরা দর: ‘মুরিনা’ (অ্যান্টোনেটা আলামত কুসিজানোভিচ)
শর্ট ফিল্ম পাম দর: টিয়ান জিয়া উ ইয়া (টাং ওয়াই)
বিশেষ জুরি (শর্ট ফিল্ম): চেউ ডে আগোস্তো (জাসমিন টেনুচি)
ফ্রান্সের জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ ছবিটি ৭৪তম কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘স্বর্ণ পাম’ বা পাম দ্য’র জিতে নিয়েছে। এর ফলে কানের গত ২৮ বছর পর দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে জুলিয়া এ স্বাদ পেলেন। কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণ পাম জিতেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ছবি স্বর্ণ পাম জিতে গেলো এবার। বিশ্ব সিনেমার তীর্থভূমি কানে (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। নির্মাতা জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।
উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লিও ক্যারাক্স। ‘অ্যানেট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন রিয়ুসুকে হামাগুচি। ‘ড্রাইভ মাই কার’ ছবির চিত্রনাট্যের জন্য সেরা হলেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক কারা হাসলেন শেষ হাসি:
পাম দর: টাইটেন, নির্মাতা জুলিয়া ডুকুরনো
গ্র্যান্ড প্রিক্স: অ্যা হিরো ও কমপার্টমেন্ট নম্বর সিক্স
জুরি প্রাইজ: ‘আহেদ স নি’ ও ‘মেমোরিয়া’
সেরা নির্মাতা: লিও কারাক্স (অ্যানেটে)
সেরা অভিনেতা: ক্যালেব ল্যান্দ্রি জোনস (নিট্রাম)
সেরা অভিনেত্রী: রেনেট রেইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড)
সেরা চিত্রনাট্য: রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)
ক্যামেরা দর: ‘মুরিনা’ (অ্যান্টোনেটা আলামত কুসিজানোভিচ)
শর্ট ফিল্ম পাম দর: টিয়ান জিয়া উ ইয়া (টাং ওয়াই)
বিশেষ জুরি (শর্ট ফিল্ম): চেউ ডে আগোস্তো (জাসমিন টেনুচি)
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে