Ajker Patrika

কেলেঙ্কারির পর ফিরছেন কেভিন

আপডেট : ৩০ জুন ২০২১, ১১: ৪৮
কেলেঙ্কারির পর ফিরছেন কেভিন

ঢাকা: কয়েক বছর আগে কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের রমরমা সেই সময়ে আড়ালে যেতে বাধ্য হন অস্কার বিজয়ী অভিনেতা। সম্প্রতি যুক্ত হলেন নতুন সিনেমায়। প্রথমে বড় চরিত্রের কথা শোনা গেলেও ভ্যারাইটি ডটকম জানাচ্ছে, পুলিশের গোয়েন্দা চরিত্রে অল্প সময়ের জন্য পর্দায় হাজির হবেন স্পেসি। মূল চরিত্রে থাকবেন সিনেমার নির্মাতা ফ্রাঙ্কো নিরো। ‘দ্য ম্যান হু ড্র গড’ নামের ওই সিনেমায় পরিচালক নিরোর স্ত্রী ভ্যানেসা রেডগ্রাভের বিপরীতে অভিনয় করবেন ‘আমেরিকান বিউটি’খ্যাত এই অভিনেতা।

কেভিনের এই ফেরায় অনেকে খুশি হলেও শঙ্কিত তিনি। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিউজ বা সাক্ষাৎকার দিতে চাইলেও কেউ আমার সঙ্গে যোগাযোগ করছেন না। আমি জানি না হলিউডও আমাকে গ্রহণ করবে কি না।’

কেভিন স্পেসি সেরা পার্শ্ব–অভিনেতা ও সেরা অভিনেতা বিভাগে জিতেছেন দুটি অস্কার। ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৫), ‘আমেরিকান বিউটি’ (১৯৯৯) যাঁরা দেখেছেন, তাঁরা জানেন তিনি কত বড়মাপের অভিনেতা। তিনি মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও গায়ক কেভিন স্পেসি।

কেভিন স্পেসি২০১৮ সালের জুলাইয়ে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগ তোলেন এক ম্যাসাজ থেরাপিস্ট। এর আগে ২০১৭ সালে আরেক অভিনেতা অ্যান্টনি রেপ প্রথম কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সেটা নাকি ১৯৮৬ সালের ঘটনা। তখন রেপের বয়স ছিল মাত্র ১৪ ও স্পেসির ২৬ বছর। এরপর ১৫ জন কেভিন স্পেসির বিরুদ্ধে নিজেদের যৌন হয়রানির অভিজ্ঞতা বর্ণনা করেন, যাঁদের ৮ জনই ছিলেন ‘হাউস অব কার্ডস’ টিভি শোর সেটের কর্মী ও শিল্পী। কিন্তু এই ১৬টি অভিযোগের কোনোটিই আদালতে প্রমাণিত হয়নি। তবে কেভিন স্পেসি ২০১৭ সালেই অ্যান্টনি রেপের কাছে ক্ষমা চান। এ ছাড়া আরও অভিযোগ উঠলে পরে অভিযোগকারী তা প্রত্যাহার করে নেন।

তবে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগকারীদের সবাই ছিলেন পুরুষ। এসব অভিযোগের পর নেটফ্লিক্সের ‘হাউস অব কার্ডস’ সিরিজসহ একাধিক ছবি থেকে বাদ পড়েন এই অভিনেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত