বিনোদন ডেস্ক
ঢাকা: তুমুল জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর বহু আকাঙ্ক্ষিত প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগনে’র নির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন সিরিজটির পটভূমি ‘গেম অব থ্রোনসে’র ৩০০ বছর আগের। এটি জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে টার্গারিয়েন পরিবারের গল্প দেখাবে। এটি আগামী বছর এইচবিও ম্যাক্সে প্রচার হওয়ার কথা রয়েছে।
সিরিজটিতে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করবেন ‘ডক্টর হু’ তারকা স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাবে কন্সিডাইনকে।
এ সিরিজের প্রেক্ষাপট ‘গেম অব থ্রোনস’ -এর ৩০০ বছর আগের কাহিনি। ‘গেম অব থ্রোনস’- এরই লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হচ্ছে এটি।
এর আগে প্রযোজনা–পূর্ববর্তী কাজের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা গেছে, সামাজিক দূরত্ব বজায় রেখে অভিনয়শিল্পীরা চিত্রনাট্য পাঠ করছেন। কে কোন চরিত্র করছেন, তারও কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে রাই ইফান্সকে ওটো হাইটাওয়ার, অলিভিয়া কুককে অ্যালিসেন্ট হাইটাওয়ার, ম্যাট স্মিথকে প্রিন্স ডায়েমন টারগারিয়ান, প্যাডি কনসিডাইনকে রাজা ভিসেরিস টারগারিয়ান, স্টিভ টুসেইন্টকে দ্য স্ন্যাক, এমা ডরসিকে প্রিন্সেস রায়েনিরা টারগারিয়ান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ২০১১ সালে শুরু হয়ে ‘গেম অব থ্রোনস’ চলে ২০১৯ সাল পর্যন্ত। তখনই ভক্তদের জানানো হয়েছিল যে মার্কিন চ্যানেল এইচবিও পাস করেছে সিরিজটির প্রিকুয়েল (আগের ঘটনা)। নাম দেওয়া হয়েছে ‘হাউস অব ড্রাগন’।
বিভিন্ন রাজপরিবারের সিংহাসন পাওয়ার লড়াই নিয়ে ছিল ‘গেম অব থ্রোনস’ -এর কাহিনি। সিরিজটি শেষ হয় টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে। প্রিকুয়েলে সেই টারগারিয়ান পরিবারের ইতিহাস তুলে ধরা হবে। এইচবিওর প্রোগ্রাম প্রেসিডেন্ট কেজি ব্লয়েজ বলেছিলেন, ‘“দ্য গেম অব থ্রোনস’’ নানা শক্তিশালী গল্পে ভরা। আমরা হাউস অব টারগারিয়ানকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এবং ওয়েস্টারাসের প্রাথমিক দিনগুলো তুলে আনব। এ প্রকল্পের নেতৃত্ব দেবেন মিগুয়েল, রায়ান ও জর্জ।’’
ঢাকা: তুমুল জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর বহু আকাঙ্ক্ষিত প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগনে’র নির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন সিরিজটির পটভূমি ‘গেম অব থ্রোনসে’র ৩০০ বছর আগের। এটি জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে টার্গারিয়েন পরিবারের গল্প দেখাবে। এটি আগামী বছর এইচবিও ম্যাক্সে প্রচার হওয়ার কথা রয়েছে।
সিরিজটিতে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করবেন ‘ডক্টর হু’ তারকা স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাবে কন্সিডাইনকে।
এ সিরিজের প্রেক্ষাপট ‘গেম অব থ্রোনস’ -এর ৩০০ বছর আগের কাহিনি। ‘গেম অব থ্রোনস’- এরই লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হচ্ছে এটি।
এর আগে প্রযোজনা–পূর্ববর্তী কাজের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা গেছে, সামাজিক দূরত্ব বজায় রেখে অভিনয়শিল্পীরা চিত্রনাট্য পাঠ করছেন। কে কোন চরিত্র করছেন, তারও কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে রাই ইফান্সকে ওটো হাইটাওয়ার, অলিভিয়া কুককে অ্যালিসেন্ট হাইটাওয়ার, ম্যাট স্মিথকে প্রিন্স ডায়েমন টারগারিয়ান, প্যাডি কনসিডাইনকে রাজা ভিসেরিস টারগারিয়ান, স্টিভ টুসেইন্টকে দ্য স্ন্যাক, এমা ডরসিকে প্রিন্সেস রায়েনিরা টারগারিয়ান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ২০১১ সালে শুরু হয়ে ‘গেম অব থ্রোনস’ চলে ২০১৯ সাল পর্যন্ত। তখনই ভক্তদের জানানো হয়েছিল যে মার্কিন চ্যানেল এইচবিও পাস করেছে সিরিজটির প্রিকুয়েল (আগের ঘটনা)। নাম দেওয়া হয়েছে ‘হাউস অব ড্রাগন’।
বিভিন্ন রাজপরিবারের সিংহাসন পাওয়ার লড়াই নিয়ে ছিল ‘গেম অব থ্রোনস’ -এর কাহিনি। সিরিজটি শেষ হয় টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে। প্রিকুয়েলে সেই টারগারিয়ান পরিবারের ইতিহাস তুলে ধরা হবে। এইচবিওর প্রোগ্রাম প্রেসিডেন্ট কেজি ব্লয়েজ বলেছিলেন, ‘“দ্য গেম অব থ্রোনস’’ নানা শক্তিশালী গল্পে ভরা। আমরা হাউস অব টারগারিয়ানকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এবং ওয়েস্টারাসের প্রাথমিক দিনগুলো তুলে আনব। এ প্রকল্পের নেতৃত্ব দেবেন মিগুয়েল, রায়ান ও জর্জ।’’
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
৩ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
৫ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
৫ ঘণ্টা আগে