ঢাকা: ১০ নম্বর ছবি মু্ক্তি পাওয়ার পর সিনেমা বানানো ছেড়ে দেবেন বিশ্বখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনো। আমেরিকান এই পরিচালকের এমন সিদ্ধান্তে অবশ্য হতবাক হয়নি বিশ্ব সিনেমাপ্রেমীরা। কারণ গেল বছর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তাঁর অবসরের আঁচ দিচ্ছিলেন।
‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ থেকে শুরু করে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’—৯টি ছবি বানিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বয়স হয়েছে ৫৮। ইতিহাস বলে, বহু পরিচালকের থেকেও বেশি বয়স পর্যন্ত ছবি বানিয়েছেন। কিন্তু টারান্টিনো তাঁর পেশা ও নেশায় ইতি টানলেন। সিদ্ধান্ত নিয়েছেন, ১০ নম্বর ছবি বানিয়ে অবসর নেবেন বিশ্ববিখ্যাত পরিচালক। তাঁর এই ঘোষণায় আহত তাঁর বিশ্বজোড়া অনুরাগীরা।
২০১৯ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অবলম্বনে একই নামের উপন্যাস লিখেছেন টারান্টিনো। সেটার প্রচারে এসেছিলেন উপস্থাপক-কমেডিয়ান বিল মাহেরের অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেছেন পরিচালককে, ‘আপনি এখন এই জগতের শীর্ষে। তা ছা়ড়া চলচ্চিত্র জগৎ ছাড়ার জন্য যথেষ্ট বয়স হয়নি আপনার।’ পরিচালক জানিয়েছেন, ঠিক এ কারণেই তিনি ছবি বানাতে চান না আর। তাঁর মতে, তিনি চলচ্চিত্রের ইতিহাসের কথা ভেবে দেখেছেন, পরিচালকেরা এর থেকে ভালো কাজ আর করতে পারবেন না, তাই তিনি চান না তাঁর বানানো ছবির মান নেমে যাক।
চলচ্চিত্রে তাঁর নতুন করে আর কিছু দেওয়ার নেই বলেও মন্তব্য করেন স্বর্ণপামজয়ী এই পরিচালক, ‘যদিও অন্য পরিচালকদের মতো অনেক ছবি করতে পারিনি, তবে ৩০ বছরের ক্যারিয়ারে যত বেশি সম্ভব ছবি করেছি। আমার ক্যারিয়ার দীর্ঘ, সত্যিই বেশ দীর্ঘ এবং আমার যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি।’
ঢাকা: ১০ নম্বর ছবি মু্ক্তি পাওয়ার পর সিনেমা বানানো ছেড়ে দেবেন বিশ্বখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনো। আমেরিকান এই পরিচালকের এমন সিদ্ধান্তে অবশ্য হতবাক হয়নি বিশ্ব সিনেমাপ্রেমীরা। কারণ গেল বছর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তাঁর অবসরের আঁচ দিচ্ছিলেন।
‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ থেকে শুরু করে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’—৯টি ছবি বানিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বয়স হয়েছে ৫৮। ইতিহাস বলে, বহু পরিচালকের থেকেও বেশি বয়স পর্যন্ত ছবি বানিয়েছেন। কিন্তু টারান্টিনো তাঁর পেশা ও নেশায় ইতি টানলেন। সিদ্ধান্ত নিয়েছেন, ১০ নম্বর ছবি বানিয়ে অবসর নেবেন বিশ্ববিখ্যাত পরিচালক। তাঁর এই ঘোষণায় আহত তাঁর বিশ্বজোড়া অনুরাগীরা।
২০১৯ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অবলম্বনে একই নামের উপন্যাস লিখেছেন টারান্টিনো। সেটার প্রচারে এসেছিলেন উপস্থাপক-কমেডিয়ান বিল মাহেরের অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেছেন পরিচালককে, ‘আপনি এখন এই জগতের শীর্ষে। তা ছা়ড়া চলচ্চিত্র জগৎ ছাড়ার জন্য যথেষ্ট বয়স হয়নি আপনার।’ পরিচালক জানিয়েছেন, ঠিক এ কারণেই তিনি ছবি বানাতে চান না আর। তাঁর মতে, তিনি চলচ্চিত্রের ইতিহাসের কথা ভেবে দেখেছেন, পরিচালকেরা এর থেকে ভালো কাজ আর করতে পারবেন না, তাই তিনি চান না তাঁর বানানো ছবির মান নেমে যাক।
চলচ্চিত্রে তাঁর নতুন করে আর কিছু দেওয়ার নেই বলেও মন্তব্য করেন স্বর্ণপামজয়ী এই পরিচালক, ‘যদিও অন্য পরিচালকদের মতো অনেক ছবি করতে পারিনি, তবে ৩০ বছরের ক্যারিয়ারে যত বেশি সম্ভব ছবি করেছি। আমার ক্যারিয়ার দীর্ঘ, সত্যিই বেশ দীর্ঘ এবং আমার যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি।’
আজ ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।
১৮ ঘণ্টা আগেরুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।
১৮ ঘণ্টা আগেআগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’।
১৮ ঘণ্টা আগেগতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
১৮ ঘণ্টা আগে