ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ২০১৯ সালের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল। ওই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। খবর এসেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন তিনি।
এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। এ বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। প্রিমিয়ার হওয়ার কথা আগামী বছরের জুলাইয়ে।
ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা। সব ঠিক থাকলে নারী সুপারহিরো–নির্ভর ‘দ্য মার্ভেলস’-এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। পার্ক সিও-জুন এখন কাজ করছেন কোরিয়ান সিনেমা ‘কনক্রিট ইউটোপিয়া’য়। ছবিটির কাজ শেষ হলে ব্রি লারসনের সঙ্গে শুটিং করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পার্ক সিও-জুন।
‘দ্য মার্ভেলস’ ছবিতে পার্ক অভিনয় করলে তিনি হবেন মার্ভেলসের ছবিতে কাজ করা তৃতীয় কোরিয়ান অভিনেতা। এর আগে ‘ট্রেন টু বুসান’ অভিনেতা মা ডং সিওক হাজির হয়েছেন মার্ভেলসের ছবি ‘দ্য এটারনালস’-এ। বানাচ্ছেন এ বছরের অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। কোরিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কিমও অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এ।
পার্ক সিও-জুন পরিচিতি পেয়েছিলেন কোরিয়ান ড্রামা সিরিজ ‘ইটেওয়ান ক্লাস’ দিয়ে। এরপর ‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’, ‘কিল মি হিল মি’, ‘দ্য ক্রনিকলস অব ইভিল’, ‘বি উইথ ইউ’–এর মতো সাড়া জাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ২০১৯ সালের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল। ওই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। খবর এসেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন তিনি।
এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। এ বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। প্রিমিয়ার হওয়ার কথা আগামী বছরের জুলাইয়ে।
ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা। সব ঠিক থাকলে নারী সুপারহিরো–নির্ভর ‘দ্য মার্ভেলস’-এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। পার্ক সিও-জুন এখন কাজ করছেন কোরিয়ান সিনেমা ‘কনক্রিট ইউটোপিয়া’য়। ছবিটির কাজ শেষ হলে ব্রি লারসনের সঙ্গে শুটিং করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পার্ক সিও-জুন।
‘দ্য মার্ভেলস’ ছবিতে পার্ক অভিনয় করলে তিনি হবেন মার্ভেলসের ছবিতে কাজ করা তৃতীয় কোরিয়ান অভিনেতা। এর আগে ‘ট্রেন টু বুসান’ অভিনেতা মা ডং সিওক হাজির হয়েছেন মার্ভেলসের ছবি ‘দ্য এটারনালস’-এ। বানাচ্ছেন এ বছরের অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। কোরিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কিমও অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এ।
পার্ক সিও-জুন পরিচিতি পেয়েছিলেন কোরিয়ান ড্রামা সিরিজ ‘ইটেওয়ান ক্লাস’ দিয়ে। এরপর ‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’, ‘কিল মি হিল মি’, ‘দ্য ক্রনিকলস অব ইভিল’, ‘বি উইথ ইউ’–এর মতো সাড়া জাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে