ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ২০১৯ সালের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল। ওই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। খবর এসেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন তিনি।
এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। এ বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। প্রিমিয়ার হওয়ার কথা আগামী বছরের জুলাইয়ে।
ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা। সব ঠিক থাকলে নারী সুপারহিরো–নির্ভর ‘দ্য মার্ভেলস’-এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। পার্ক সিও-জুন এখন কাজ করছেন কোরিয়ান সিনেমা ‘কনক্রিট ইউটোপিয়া’য়। ছবিটির কাজ শেষ হলে ব্রি লারসনের সঙ্গে শুটিং করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পার্ক সিও-জুন।
‘দ্য মার্ভেলস’ ছবিতে পার্ক অভিনয় করলে তিনি হবেন মার্ভেলসের ছবিতে কাজ করা তৃতীয় কোরিয়ান অভিনেতা। এর আগে ‘ট্রেন টু বুসান’ অভিনেতা মা ডং সিওক হাজির হয়েছেন মার্ভেলসের ছবি ‘দ্য এটারনালস’-এ। বানাচ্ছেন এ বছরের অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। কোরিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কিমও অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এ।
পার্ক সিও-জুন পরিচিতি পেয়েছিলেন কোরিয়ান ড্রামা সিরিজ ‘ইটেওয়ান ক্লাস’ দিয়ে। এরপর ‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’, ‘কিল মি হিল মি’, ‘দ্য ক্রনিকলস অব ইভিল’, ‘বি উইথ ইউ’–এর মতো সাড়া জাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ২০১৯ সালের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল। ওই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। খবর এসেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন তিনি।
এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। এ বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। প্রিমিয়ার হওয়ার কথা আগামী বছরের জুলাইয়ে।
ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা। সব ঠিক থাকলে নারী সুপারহিরো–নির্ভর ‘দ্য মার্ভেলস’-এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। পার্ক সিও-জুন এখন কাজ করছেন কোরিয়ান সিনেমা ‘কনক্রিট ইউটোপিয়া’য়। ছবিটির কাজ শেষ হলে ব্রি লারসনের সঙ্গে শুটিং করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পার্ক সিও-জুন।
‘দ্য মার্ভেলস’ ছবিতে পার্ক অভিনয় করলে তিনি হবেন মার্ভেলসের ছবিতে কাজ করা তৃতীয় কোরিয়ান অভিনেতা। এর আগে ‘ট্রেন টু বুসান’ অভিনেতা মা ডং সিওক হাজির হয়েছেন মার্ভেলসের ছবি ‘দ্য এটারনালস’-এ। বানাচ্ছেন এ বছরের অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। কোরিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কিমও অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এ।
পার্ক সিও-জুন পরিচিতি পেয়েছিলেন কোরিয়ান ড্রামা সিরিজ ‘ইটেওয়ান ক্লাস’ দিয়ে। এরপর ‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’, ‘কিল মি হিল মি’, ‘দ্য ক্রনিকলস অব ইভিল’, ‘বি উইথ ইউ’–এর মতো সাড়া জাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৩ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৩ ঘণ্টা আগে