অভিনয়শিল্পীর সবচেয়ে বড় গুণ কী? অনেকে হয়তো বলবেন, ভালো অভিনয় করা, চরিত্রকে দ্রুত আয়ত্তে আনা কিংবা দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে পারা। তবে লিয়াম নিসনের কাছে এসবের চেয়েও গুরুত্বপূর্ণ হলো শুটিং সেটে সময়মতো উপস্থিত হওয়া। এটা যেকোনো অভিনেতার সবচেয়ে বড় দায়িত্ব বলেও মনে করেন তিনি।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
হ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে। প্রায় এক বিলিয়ন ডলার ব্যবসা করে প্রেক্ষাগৃহে। ১৩টি বিভাগে মনোনীত হয়ে ৭টি বিভাগে জেতে অস্কার। ওপেনহাইমারের পর নতুন সিনেমা বানাচ্ছেন নোলান। এবার তিনি বেছে নিয়েছেন গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য।