আসছে ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল
এ বছর বাফটায় ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছিল সবচেয়ে আলোচিত। ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। এবার আসতে চলেছে এই