ঢাকা: হলিউডের যত অ্যান্টি হিরোর সিনেমা রয়েছে তার মধ্যে জোকারের নাম শুরুতেই চলে আসে। ছবিটি শুধু দর্শকপ্রিয়তাই নয়, এরই মধ্যে জয় করে নিয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারও। তুমুল জনপ্রিয় এই সিনেমাটি নতুন স্পিন-অফ নিয়ে বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে।
‘জোকার’ সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিসি। জানা গেছে, ‘জোকার টু’-তে তিন রূপে দেখা যাবে ‘জোকার’ চরিত্রটিকে। ‘জোকার টু’-তে সহ-লেখক হিসেবে থাকছেন টোড ফিলিপস। ‘জোকার’ চরিত্রে এবারও দেখা যাবে হোয়াকিন ফিনিক্সকে। ডিসির কমিক ‘ব্যাটম্যান: থ্রি জোকার্স’ অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ‘জোকার টু’। তিন রূপে দেখা যাবে ‘জোকার’ চরিত্রটি। এই তিন চরিত্রের নাম দেয়া হয়েছে ‘ক্রিমিনাল’, ‘ক্লাউন’ ও ‘কমেডিয়ান।’ এক ‘জোকার’-এর ভিন্ন ভিন্ন রূপ এগুলো।
বছর দুয়েক আগে টড ফিলিপস পুরো দুনিয়াকে উপহার দেয় ‘জোকার’। ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা নিয়ে শুরু থেকেই নানা আলোচনা ছিল। অনেকেই ভেবেছিলেন আলোচনা অনুযায়ী ততোটা সাফল্য পাবে না ‘জোকার’। কিন্তু সব ভাবনাকে থমকে দিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছে এটি। ৫৫ মিলিয়ন ডলার ব্যয় করে নির্মিত এই সিনেমাটি আয় করে নিয়েছে ১.০৭ বিলিয়ন ডলার। অস্কারে সেরা অভিনেতা ও সেরা মিউজিক (অরিজিনাল স্কোর) পুরস্কার জিতে নিয়েছে ‘জোকার’।
ঢাকা: হলিউডের যত অ্যান্টি হিরোর সিনেমা রয়েছে তার মধ্যে জোকারের নাম শুরুতেই চলে আসে। ছবিটি শুধু দর্শকপ্রিয়তাই নয়, এরই মধ্যে জয় করে নিয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারও। তুমুল জনপ্রিয় এই সিনেমাটি নতুন স্পিন-অফ নিয়ে বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে।
‘জোকার’ সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিসি। জানা গেছে, ‘জোকার টু’-তে তিন রূপে দেখা যাবে ‘জোকার’ চরিত্রটিকে। ‘জোকার টু’-তে সহ-লেখক হিসেবে থাকছেন টোড ফিলিপস। ‘জোকার’ চরিত্রে এবারও দেখা যাবে হোয়াকিন ফিনিক্সকে। ডিসির কমিক ‘ব্যাটম্যান: থ্রি জোকার্স’ অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ‘জোকার টু’। তিন রূপে দেখা যাবে ‘জোকার’ চরিত্রটি। এই তিন চরিত্রের নাম দেয়া হয়েছে ‘ক্রিমিনাল’, ‘ক্লাউন’ ও ‘কমেডিয়ান।’ এক ‘জোকার’-এর ভিন্ন ভিন্ন রূপ এগুলো।
বছর দুয়েক আগে টড ফিলিপস পুরো দুনিয়াকে উপহার দেয় ‘জোকার’। ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা নিয়ে শুরু থেকেই নানা আলোচনা ছিল। অনেকেই ভেবেছিলেন আলোচনা অনুযায়ী ততোটা সাফল্য পাবে না ‘জোকার’। কিন্তু সব ভাবনাকে থমকে দিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছে এটি। ৫৫ মিলিয়ন ডলার ব্যয় করে নির্মিত এই সিনেমাটি আয় করে নিয়েছে ১.০৭ বিলিয়ন ডলার। অস্কারে সেরা অভিনেতা ও সেরা মিউজিক (অরিজিনাল স্কোর) পুরস্কার জিতে নিয়েছে ‘জোকার’।
আজ ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।
১৮ ঘণ্টা আগেরুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।
১৮ ঘণ্টা আগেআগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’।
১৮ ঘণ্টা আগেগতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
১৮ ঘণ্টা আগে