বিশ্বখ্যাত কান উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগের পুরস্কারের ঘোষণা এল। প্রাপ্তি অনেক হলেও আনুষ্ঠানিক কোনো পুরস্কার পায়নি উৎসবের অফিশিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি। সেরার পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেনকোর রাশিয়ান ড্রামা ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’। বিভাগের সবচেয়ে দামি পুরস্কার এটিই। রাশিয়ার ছোট্ট এক গ্রামের একটি পরিবারের গল্প। নতুন দিনের স্বপ্ন দেখা এক তরুণীর নিজ গ্রাম ও পরিবার থেকে ছুটে পালানোর গল্প নিয়েই ছবির কাহিনি।
স্পেশাল মেনশন করা হয়েছে মেক্সিকোর ছবি তাতিয়ানা হুয়েৎসোর ‘নোচে দে ফুয়েগো’। মেক্সিকোর তিন পাহাড়ি শিশুর সহিংসতা আর দ্বন্দ্বের কাহিনির মধ্য দিয়েই নির্মাতা বলেছেন অসাধারণ এক গল্প।
সেরা মৌলিক ছবি ভ্লাদিমির জোহানসন পরিচালিত আইসল্যান্ডের ‘ল্যাম্ব’। আইসল্যান্ডের এক প্রেমিক জুটি কুড়িয়ে পায় সদ্য জন্ম নেওয়া এক শিশু। নিজেদের সন্তানের মতো লালন করতে শুরু করে তারা। এরপর মুখোমুখি হয় নিত্যনতুন অভিজ্ঞতার।
সাহসী কাজ হিসেবে পুরস্কার পেয়েছে ‘লা সিভিল’। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ হয়েছে। এটি মেক্সিকোর একটি শহরের মা-মেয়ের গল্প। টিন এজ মেয়েটিকে একদিন অপহরণ করা হয়। মেয়েকে খুঁজে পেতে শুরু হয় একজন মায়ের লড়াই।
সেরা পারফরম্যান্স পুরস্কার পেয়েছে হাফসিয়া হার্জি পরিচালিত ‘বোনে মেরে’। পঞ্চাশোর্ধ্ব পরিচ্ছন্নতাকর্মী নোরার ছেলে এলিস ডাকাতির দায়ে কারাগারে। মা–ছেলের অসাধারণ এক গল্প ‘বোনে মেরে’।
অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’ পেয়েছে জুরি পুরস্কার। পরিচালনা করেছেন সেবাস্তিয়ান মাইস। যুদ্ধ–পরবর্তী জার্মানিতে সমকামী হওয়ার কারণে হান্সকে বারবার গ্রেপ্তার করা হয়। দীর্ঘস্থায়ী সম্পর্ক হয় কারাগারে তার কক্ষে থাকা খুনি ভিক্টরের সঙ্গে। দেশে যুদ্ধ শেষ হলেও নিজের অধিকার আদায়ের যুদ্ধ শেষ হয় না হান্সের।
বিশ্বখ্যাত কান উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগের পুরস্কারের ঘোষণা এল। প্রাপ্তি অনেক হলেও আনুষ্ঠানিক কোনো পুরস্কার পায়নি উৎসবের অফিশিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি। সেরার পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেনকোর রাশিয়ান ড্রামা ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’। বিভাগের সবচেয়ে দামি পুরস্কার এটিই। রাশিয়ার ছোট্ট এক গ্রামের একটি পরিবারের গল্প। নতুন দিনের স্বপ্ন দেখা এক তরুণীর নিজ গ্রাম ও পরিবার থেকে ছুটে পালানোর গল্প নিয়েই ছবির কাহিনি।
স্পেশাল মেনশন করা হয়েছে মেক্সিকোর ছবি তাতিয়ানা হুয়েৎসোর ‘নোচে দে ফুয়েগো’। মেক্সিকোর তিন পাহাড়ি শিশুর সহিংসতা আর দ্বন্দ্বের কাহিনির মধ্য দিয়েই নির্মাতা বলেছেন অসাধারণ এক গল্প।
সেরা মৌলিক ছবি ভ্লাদিমির জোহানসন পরিচালিত আইসল্যান্ডের ‘ল্যাম্ব’। আইসল্যান্ডের এক প্রেমিক জুটি কুড়িয়ে পায় সদ্য জন্ম নেওয়া এক শিশু। নিজেদের সন্তানের মতো লালন করতে শুরু করে তারা। এরপর মুখোমুখি হয় নিত্যনতুন অভিজ্ঞতার।
সাহসী কাজ হিসেবে পুরস্কার পেয়েছে ‘লা সিভিল’। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ হয়েছে। এটি মেক্সিকোর একটি শহরের মা-মেয়ের গল্প। টিন এজ মেয়েটিকে একদিন অপহরণ করা হয়। মেয়েকে খুঁজে পেতে শুরু হয় একজন মায়ের লড়াই।
সেরা পারফরম্যান্স পুরস্কার পেয়েছে হাফসিয়া হার্জি পরিচালিত ‘বোনে মেরে’। পঞ্চাশোর্ধ্ব পরিচ্ছন্নতাকর্মী নোরার ছেলে এলিস ডাকাতির দায়ে কারাগারে। মা–ছেলের অসাধারণ এক গল্প ‘বোনে মেরে’।
অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’ পেয়েছে জুরি পুরস্কার। পরিচালনা করেছেন সেবাস্তিয়ান মাইস। যুদ্ধ–পরবর্তী জার্মানিতে সমকামী হওয়ার কারণে হান্সকে বারবার গ্রেপ্তার করা হয়। দীর্ঘস্থায়ী সম্পর্ক হয় কারাগারে তার কক্ষে থাকা খুনি ভিক্টরের সঙ্গে। দেশে যুদ্ধ শেষ হলেও নিজের অধিকার আদায়ের যুদ্ধ শেষ হয় না হান্সের।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে