ঢাকা: জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবির আরও চারটি সিক্যুয়েল আসবে। সিক্যুয়েল ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন কবে আসবে আবার ‘অ্যাভাটার’।
কারা অভিনয় করবেন এ ছবির পরের পর্বগুলোতে, সেটা নিয়েও যথেষ্ট কৌতূহল আছে। শোনা যাচ্ছে, ‘অ্যাভাটার’–এ থাকবেন জনপ্রিয় হলিউড তারকা ভিন ডিজেলও। এই গুঞ্জন উসকে দিয়েছে অভিনেতার সাম্প্রতিক একটি মন্তব্য।
এমটিভির এক সাক্ষাৎকারে ভিন ডিজেলকে প্রশ্ন করা হয়েছিল, ‘``অ্যাভাটার'' সিনেমায় আপনার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি কি এই সিনেমার কোনো শুটিং করেছেন এর মধ্যে?’ উত্তরে তিনি যা জানিয়েছেন, তা বেশ কৌতূহল জোগায়।
ভিন ডিজেল বলেছেন, ‘জেমস ক্যামেরনের সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি, কিন্তু এখনো শুটিং করিনি। জেমস ক্যামেরনকে আমি পছন্দ করি। ``অ্যাভাটার''ও আমার খুব পছন্দের সিনেমা। হ্যাঁ, আগামীতে আমরা একসঙ্গে কাজ করছি, আমার মনে হয় এর চেয়ে বেশি বলা ঠিক হবে না।’
‘এখনো শুটিং করিনি’—ভিন ডিজেলের এ কথায় ভক্তরা আশার আলো দেখছেন। ধারণা করা হচ্ছে, `অ্যাভাটার'–এর পরের পর্বে দেখা যাবে তাঁকে।
২০১৮ সালে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২২-এর ১৬ ডিসেম্বর ‘অ্যাভাটার’–এর দ্বিতীয় কিস্তি আসবে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। চতুর্থ পর্ব ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। আর পঞ্চম পর্ব আসবে ২০২–এর ২২ ডিসেম্বর।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনিনির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও থাকবেন কেট উইন্সলেট।
ঢাকা: জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবির আরও চারটি সিক্যুয়েল আসবে। সিক্যুয়েল ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন কবে আসবে আবার ‘অ্যাভাটার’।
কারা অভিনয় করবেন এ ছবির পরের পর্বগুলোতে, সেটা নিয়েও যথেষ্ট কৌতূহল আছে। শোনা যাচ্ছে, ‘অ্যাভাটার’–এ থাকবেন জনপ্রিয় হলিউড তারকা ভিন ডিজেলও। এই গুঞ্জন উসকে দিয়েছে অভিনেতার সাম্প্রতিক একটি মন্তব্য।
এমটিভির এক সাক্ষাৎকারে ভিন ডিজেলকে প্রশ্ন করা হয়েছিল, ‘``অ্যাভাটার'' সিনেমায় আপনার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি কি এই সিনেমার কোনো শুটিং করেছেন এর মধ্যে?’ উত্তরে তিনি যা জানিয়েছেন, তা বেশ কৌতূহল জোগায়।
ভিন ডিজেল বলেছেন, ‘জেমস ক্যামেরনের সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি, কিন্তু এখনো শুটিং করিনি। জেমস ক্যামেরনকে আমি পছন্দ করি। ``অ্যাভাটার''ও আমার খুব পছন্দের সিনেমা। হ্যাঁ, আগামীতে আমরা একসঙ্গে কাজ করছি, আমার মনে হয় এর চেয়ে বেশি বলা ঠিক হবে না।’
‘এখনো শুটিং করিনি’—ভিন ডিজেলের এ কথায় ভক্তরা আশার আলো দেখছেন। ধারণা করা হচ্ছে, `অ্যাভাটার'–এর পরের পর্বে দেখা যাবে তাঁকে।
২০১৮ সালে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২২-এর ১৬ ডিসেম্বর ‘অ্যাভাটার’–এর দ্বিতীয় কিস্তি আসবে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। চতুর্থ পর্ব ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। আর পঞ্চম পর্ব আসবে ২০২–এর ২২ ডিসেম্বর।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনিনির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও থাকবেন কেট উইন্সলেট।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৩ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৮ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৬ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৬ ঘণ্টা আগে