এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী—একসঙ্গে এতগুলো দায়িত্ব সামলানো তো চাট্টিখানি কথা নয়। বলা হচ্ছে এখানে মহসিন নাকভির কথা। তাই তো কোনো অনুষ্ঠানে গিয়েও শান্তি পাচ্ছেন না তিনি।
লিগ পর্ব শেষে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আজ থেকে শুরু হয়েছে প্লে অফের খেলা। সেরা চারের প্রথম ম্যাচেই দারুণ লড়াই দেখল ভক্তরা। এলিমিনেটরে নাটকীয়তার পর ঢাকাকে ১ উইকেটে হারিয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আকবর আলী। অধিনায়কের ব্যাটেই ফাইনালের দৌঁড়ে টিকে রইল রংপুর।
জয় দিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে আফগানিস্তান। ১৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয়কে আয়েশি জয় বললেও ভুল হবে না। কিন্তু এমন জয়ের পরও একটা জায়গায় ঠিকই অসন্তোষ কাজ করছে আফগানদের।
বাংলাদেশ দল এখন ব্যস্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আফগান সিরিজ শেষ হতে না হতেই ঘরের মাঠে সিরিজ শুরু বাংলাদেশের। জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা আতিথেয়তা দেবেন ওয়েস্ট ইন্ডিজকে।