Ajker Patrika

পর্দায় আসছে হার্ভে কেলেঙ্কারি

পর্দায় আসছে হার্ভে কেলেঙ্কারি

ঢাকা: হলিউডের আলোচিত-সমালোচিত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। প্রযোজনা করবেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। হলিউডের একসময়ের প্রভাবশালী এই প্রযোজকের যৌন কেলেঙ্কারির ঘটনা নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রথম ফাঁস করেন আমেরিকার দুই নারী সাংবাদিক মেগান টুয়ি ও জোডি ক্যান্টর।

নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইনের যৌন কেলেঙ্কারির ঘটনা নিয়ে ২০১৭ সালের ৫ অক্টোবর নিউইয়র্ক টাইমসে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। দুই সাংবাদিক মেগান টুয়ি ও জোডি ক্যান্টরের লেখা সেসব প্রতিবেদন ‘শি সেইড: ব্রেকিং দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট স্টোরি দ্যাট হেল্পড ইগনাইট অ্যা মুভমেন্ট’ নামে গ্রন্থ আকারে প্রকাশিত হয় ২০১৯ সালে। এর মাধ্যমে পুলিৎজার পুরস্কার পান তাঁরা। হার্ভি ওয়াইনস্টেইনের বিরুদ্ধে অনুসন্ধান করার নেপথ্য ঘটনা ও প্রতিবেদন প্রকাশের পর দুই নারী সাংবাদিক যেসব আইনি জটিলতায় পড়েছেন, সেসব গল্প রয়েছে ‘শি সেইড’ গ্রন্থে। সেই ঘটনাকে ভিত্তি করে নির্মিত হবে ছবিটি। বইয়ের নামেই ছবির নাম রাখা হয়েছে। এতে দুই সাংবাদিক চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন হলিউড অভিনেত্রী কারি মালিগ্যান ও জোয়ি কাজান।

প্রযোজনার দায়িত্ব নিলেও এই ছবিতে অভিনয় করছেন না ব্র্যাড পিট। ব্র্যাড পিটের প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি গল্পের স্বত্ব কিনে নিয়েছে। এটি পরিচালনা করবেন জার্মানির পরিচালক মারিয়া শ্রেডার।

হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন হয়রানির দুই ডজনের বেশি অভিযোগ আছে। ধর্ষণ ও হেনস্তার অভিযোগে হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের আদালত। যদিও হার্ভে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সম্মতি ছাড়া তিনি কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করেননি।

হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসতে শুরু করে। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগ ‘# মিটু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত