Ajker Patrika

তেজগাঁওয়ে ডিএমপির অভিযানে ৭৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তেজগাঁওয়ে ডিএমপির অভিযানে ৭৪ জন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও এলাকার ৬ থানায় নিয়মিত টহল ও অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁও থানায় ৩৪ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ৯ জন, আদাবর থানায় ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে—নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গত শুক্রবার (২ মে) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত