মোট গ্রেপ্তার ১৩ জন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক বিদেশি মুদ্রা ব্যবসায়ীর কর্মচারীদের পরিকল্পনায় সৌদি রিয়াল ‘ডাকাতির’ ঘটনাটি ঘটে। এমনটিই জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, প্রাইভেট কারে থাকা ওই ব্যবসায়ীর এক কর্মচারী লাইভ লোকেশন শেয়ার করেন তাঁর সহযোগীদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ১০-১২ জন মুখোশ পরে ঘটনাস্থলে এসে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ ছিনিয়ে নিয়ে চলে যায়।
চার লাখের বেশি সৌদি রিয়ালসহ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ও ডিবি (গোয়েন্দা পুলিশ)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও চার লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এর আগেই এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আজ শুক্রবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত সোমবার বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কেন্দ্রীয় ঔষধাগারের সামনের যাত্রীছাউনির কাছে ডাকাতির এ ঘটনা ঘটে। গতকাল অভিযান চালিয়ে আরও ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মচারীরা বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে প্রাইভেট কারে করে উত্তরা যাচ্ছিলেন। পথে হঠাৎ মুখোশ পরা ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। অস্ত্রের মুখে ওই লাগেজটি ছিনিয়ে নেয় তারা।
লুট হওয়া অর্থের মধ্যে ছিল ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ আমিরাতি দিরহাম। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
ডাকাতির পরপরই পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে প্রাইভেট কারে থাকা ট্রাভেলসটির এক কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন।
তুহিনের বরাতে মুহাম্মদ তালেবুর জানান, তুহিন ও তাঁর কয়েকজন সহযোগী আগেই এ ডাকাতির পরিকল্পনা করেছিলেন। ঘটনার দিন তুহিন উবার প্রাইভেট কারে লাগেজসহ রওনা দিয়ে নিজের লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে সহযোগীদের পাঠান। সেই লোকেশন অনুসরণ করে অভিযুক্ত ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে যায়। পরে লুট করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে তারা আত্মগোপনে চলে যায়।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক বিদেশি মুদ্রা ব্যবসায়ীর কর্মচারীদের পরিকল্পনায় সৌদি রিয়াল ‘ডাকাতির’ ঘটনাটি ঘটে। এমনটিই জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, প্রাইভেট কারে থাকা ওই ব্যবসায়ীর এক কর্মচারী লাইভ লোকেশন শেয়ার করেন তাঁর সহযোগীদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ১০-১২ জন মুখোশ পরে ঘটনাস্থলে এসে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ ছিনিয়ে নিয়ে চলে যায়।
চার লাখের বেশি সৌদি রিয়ালসহ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ও ডিবি (গোয়েন্দা পুলিশ)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও চার লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এর আগেই এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আজ শুক্রবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত সোমবার বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কেন্দ্রীয় ঔষধাগারের সামনের যাত্রীছাউনির কাছে ডাকাতির এ ঘটনা ঘটে। গতকাল অভিযান চালিয়ে আরও ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মচারীরা বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে প্রাইভেট কারে করে উত্তরা যাচ্ছিলেন। পথে হঠাৎ মুখোশ পরা ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। অস্ত্রের মুখে ওই লাগেজটি ছিনিয়ে নেয় তারা।
লুট হওয়া অর্থের মধ্যে ছিল ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ আমিরাতি দিরহাম। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
ডাকাতির পরপরই পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে প্রাইভেট কারে থাকা ট্রাভেলসটির এক কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন।
তুহিনের বরাতে মুহাম্মদ তালেবুর জানান, তুহিন ও তাঁর কয়েকজন সহযোগী আগেই এ ডাকাতির পরিকল্পনা করেছিলেন। ঘটনার দিন তুহিন উবার প্রাইভেট কারে লাগেজসহ রওনা দিয়ে নিজের লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে সহযোগীদের পাঠান। সেই লোকেশন অনুসরণ করে অভিযুক্ত ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে যায়। পরে লুট করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে তারা আত্মগোপনে চলে যায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংককে লিখিত আদেশ দিয়েছে, যাতে তারা বিদ্যমান আইন ও বিধিমালা মেনে পরীক্ষার আয়োজন করে। এই আদেশের ফলে ব্যাংকের...
১ ঘণ্টা আগেরাজধানীর তুরাগ থেকে নিখোঁজ কে এম মামুনুর রশীদকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাঁকে উদ্ধারের পর নিখোঁজ ঘটনাকে ঘিরে তাঁর...
২ ঘণ্টা আগেনাটকের শুটিংয়ের কথা বলে এক মডেলকে গাজীপুরের শ্রীপুরে রিসোর্টে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী। মামলায় নাটকের পরিচালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
২ ঘণ্টা আগেবক্তারা অধ্যক্ষের ওপর হামলাকে ন্যক্কারজনক ও শিক্ষকসমাজের মর্যাদাহানিকর হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা ঘটনায় জড়িত ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
২ ঘণ্টা আগে