মোট গ্রেপ্তার ১৩ জন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক বিদেশি মুদ্রা ব্যবসায়ীর কর্মচারীদের পরিকল্পনায় সৌদি রিয়াল ‘ডাকাতির’ ঘটনাটি ঘটে। এমনটিই জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, প্রাইভেট কারে থাকা ওই ব্যবসায়ীর এক কর্মচারী লাইভ লোকেশন শেয়ার করেন তাঁর সহযোগীদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ১০-১২ জন মুখোশ পরে ঘটনাস্থলে এসে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ ছিনিয়ে নিয়ে চলে যায়।
চার লাখের বেশি সৌদি রিয়ালসহ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ও ডিবি (গোয়েন্দা পুলিশ)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও চার লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এর আগেই এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আজ শুক্রবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত সোমবার বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কেন্দ্রীয় ঔষধাগারের সামনের যাত্রীছাউনির কাছে ডাকাতির এ ঘটনা ঘটে। গতকাল অভিযান চালিয়ে আরও ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মচারীরা বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে প্রাইভেট কারে করে উত্তরা যাচ্ছিলেন। পথে হঠাৎ মুখোশ পরা ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। অস্ত্রের মুখে ওই লাগেজটি ছিনিয়ে নেয় তারা।
লুট হওয়া অর্থের মধ্যে ছিল ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ আমিরাতি দিরহাম। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
ডাকাতির পরপরই পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে প্রাইভেট কারে থাকা ট্রাভেলসটির এক কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন।
তুহিনের বরাতে মুহাম্মদ তালেবুর জানান, তুহিন ও তাঁর কয়েকজন সহযোগী আগেই এ ডাকাতির পরিকল্পনা করেছিলেন। ঘটনার দিন তুহিন উবার প্রাইভেট কারে লাগেজসহ রওনা দিয়ে নিজের লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে সহযোগীদের পাঠান। সেই লোকেশন অনুসরণ করে অভিযুক্ত ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে যায়। পরে লুট করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে তারা আত্মগোপনে চলে যায়।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক বিদেশি মুদ্রা ব্যবসায়ীর কর্মচারীদের পরিকল্পনায় সৌদি রিয়াল ‘ডাকাতির’ ঘটনাটি ঘটে। এমনটিই জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, প্রাইভেট কারে থাকা ওই ব্যবসায়ীর এক কর্মচারী লাইভ লোকেশন শেয়ার করেন তাঁর সহযোগীদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ১০-১২ জন মুখোশ পরে ঘটনাস্থলে এসে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ ছিনিয়ে নিয়ে চলে যায়।
চার লাখের বেশি সৌদি রিয়ালসহ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ও ডিবি (গোয়েন্দা পুলিশ)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও চার লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এর আগেই এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আজ শুক্রবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত সোমবার বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কেন্দ্রীয় ঔষধাগারের সামনের যাত্রীছাউনির কাছে ডাকাতির এ ঘটনা ঘটে। গতকাল অভিযান চালিয়ে আরও ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মচারীরা বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে প্রাইভেট কারে করে উত্তরা যাচ্ছিলেন। পথে হঠাৎ মুখোশ পরা ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। অস্ত্রের মুখে ওই লাগেজটি ছিনিয়ে নেয় তারা।
লুট হওয়া অর্থের মধ্যে ছিল ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ আমিরাতি দিরহাম। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।
ডাকাতির পরপরই পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে প্রাইভেট কারে থাকা ট্রাভেলসটির এক কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন।
তুহিনের বরাতে মুহাম্মদ তালেবুর জানান, তুহিন ও তাঁর কয়েকজন সহযোগী আগেই এ ডাকাতির পরিকল্পনা করেছিলেন। ঘটনার দিন তুহিন উবার প্রাইভেট কারে লাগেজসহ রওনা দিয়ে নিজের লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে সহযোগীদের পাঠান। সেই লোকেশন অনুসরণ করে অভিযুক্ত ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে যায়। পরে লুট করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে তারা আত্মগোপনে চলে যায়।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে