নেতা বলে কথা!
তিনি একজন রাজনৈতিক দলের নেতা, তাও আবার ক্ষমতাসীন আওয়ামী লীগের। তিনি দলের কত বড় নেতা, কোন কমিটিতে কোন পদে আছেন, সেটাও বড় কথা নয়। সব কথার শেষ কথা, তিনি আওয়ামী লীগের নেতা, নেতা হিসেবেই তিনি পরিচিত। আর নেতা হলে সাত খুন মাফ বলেই তিনি ধরে নিয়েছিলেন। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে এই নেতাকে গ্রেপ্তার বরণ করত