Ajker Patrika

জোর যার মুল্লুক তার

সম্পাদকীয়
জোর যার মুল্লুক তার

নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান কেমন দাপুটে মানুষ তা নারায়ণগঞ্জের মানুষের জানা আছে। তিনি ধরাকে সরা জ্ঞান করেন। কত ঘটনায়ই তিনি প্রমাণ করেছেন যে জোর যার মুল্লুক তার। একজন শিক্ষককে কান ধরে ওঠবস করিয়ে তিনি দেশব্যাপী আলোচনায় এসেছিলেন। এবার তাঁর দাপট নারায়ণগঞ্জের সীমানা ছাড়িয়ে খুলনার ফুলতলা উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। তিনি সেখানে একটি খামার বানিয়ে চারটি গ্রামের মানুষকে পানিবন্দী করতে সক্ষম হয়েছেন। চার গ্রামের কয়েক হাজার বিঘা ফসলি জমি ও শতাধিক নার্সারি পানিতে তলিয়ে গেছে। মানুষের চলাচলের রাস্তা, অনেকের বাড়ির উঠানেও উঠেছে পানি। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকায় চরম বিপাকে পড়েছে হাজারো মানুষ।

যে গ্রামগুলোতে কোনো দিন পানি জমত না, সেই সব গ্রামে এখন এই অগ্রহায়ণ মাসেও অনেকের উঠানে হাঁটুপানি জমে আছে। দূষিত পানির মধ্য দিয়ে চলাচলের কারণে অনেকের পায়ের পাতা ফ্যাকাশে হয়ে গেছে। শুধু কি তা-ই? ফুলতলার নার্সারি থেকে দেশের বিভিন্ন স্থানে চারা যায়। পানি জমে যাওয়ায় এ বছর একজন নার্সারির মালিকেরই প্রায় কোটি টাকা মূল্যের চারা নষ্ট হয়ে গেছে।

বৃহস্পতিবার আজকের পত্রিকায় ‘চার গ্রাম ডুবিয়ে এমপির খামার’ শিরোনামে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, ফাইভ স্টার নামের একটি প্রতিষ্ঠানের খামারের কারণে এলাকাবাসীর এই ভোগান্তির কথা জানা যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিলের জমি ভরাট করে গরু ও মাছের খামার করেছে।

খবরে বলা হয়েছে, ১০-১২ বছর আগে ফুলতলা ইউনিয়নের মালিয়া বিলে অল্প অল্প জমি কিনতে শুরু করেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান। এখন পর্যন্ত তিনি ওই বিলে প্রায় ৭০ একর জমি কিনেছেন। বিলের জলাশয় ভরাট করে দুই বছর আগে সেখানে একটি গরুর খামার করেন। এরপর ধীরে ধীরে তিনি পুরো বিলটি ভরাট করেন।

গত বছর খুলনা-যশোর মহাসড়কের রাড়ীপাড়া এলাকায় ফুলতলা ইউনিয়নের পেছনে ভরাট করে খামারের প্রধান ফটক করা হয়। ওই স্থানে পানি নিষ্কাশনের একটি কালভার্ট দিয়ে এলাকার পানি নিষ্কাশন করা হতো। কিন্তু প্রধান ফটকের কারণে তা বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের রাড়ীপাড়া, দক্ষিণডিহি, নাউদাড়ী ও সরদারবাড়ি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অথচ ভুক্তভোগীরা বলছেন, ফাইভ স্টারের ভেতরের বর্জ্য নিষ্কাশনের যে ড্রেন আছে, তার সঙ্গে একটি ড্রেন যুক্ত করা গেলে এই সমস্যা থাকত না।

ফুলতলার ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ একটি কমিটি করে সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। একটি ড্রেন করলেই যে সমস্যার সমাধান হতে পারে, সেই ড্রেন করতে কেন কালক্ষেপণ করা হচ্ছে? খামারের মালিক একজন প্রভাবশালী সংসদ সদস্য না হলে কি জনদুর্ভোগের বিষয়টি এভাবে উপেক্ষিত হতে পারত? বহু মানুষের স্বার্থহানি করে একজনের স্বার্থ দেখলে সরকারের ওপর মানুষের আস্থা অটুট থাকবে কি?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত