মলমূত্র, শিক্ষালয় ও শিক্ষক
বরগুনার তাসলিমা বেগমকে সাধুবাদ জানাব না তাঁর সমালোচনা করব, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রয়েসয়ে। শুরুতে একটু রসিকতা করে নেওয়ার লোভ সামলাতে পারছি না। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, তাতে শিক্ষক তাসলিমা বেগম নতুন ধরনের খাবারদাবারে মাদ্রাসার ছাত্রীদের অভ্যস্ত করার চেষ্টা করছেন কি না, সেটা কে জানে।