Ajker Patrika

সমাজের অস্থিরতা কি দূর হবে না

সম্পাদকীয়
সমাজের অস্থিরতা কি দূর হবে না

নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার খবর ছাপা হয়েছে রোববারের আজকের পত্রিকায়। এ ধরনের বিরোধ নতুন নয়। জমিজমা নিয়ে বিরোধ শুধু প্রতিবেশীদের সঙ্গে হয় না, আত্মীয়-স্বজনের সঙ্গেও হয়। আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি একসময় হতো। কিন্তু ইদানীং মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে। আলোচনার জায়গা দখল করেছে মারপিট, খুনোখুনি। স্বার্থ চিন্তা, অসংযত লোভ এবং নানা ভেদজ্ঞানই হয়তো মানুষকে ক্রমাগত সংকীর্ণ ও অসংযত হওয়ার পথে ঠেলতে ঠেলতে এখন একটা চরম অবস্থার মুখোমুখি দাঁড় করিয়েছে।

সহনশীলতা একটি সামাজিক মূল্যবোধ। সমাজের স্থিতিশীলতা নষ্ট হলে সহনশীলতাও আর থাকতে পারে না। মানুষ ক্রমাগত জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। মানুষ যতই অজানাকে জানছে, ততই তার মধ্যে অস্থিরতাও বাড়ছে। আরও জানার আগ্রহ মানুষের তৃপ্তি কেড়ে নিয়েছে। সারাক্ষণ তার মধ্যে চাওয়া-পাওয়ার তীব্রতা বাড়ছে। মনের মধ্যে চাপ বাড়ছে। আর এই ক্রমবর্ধমান চাপ মানুষের জীবনকে ধৈর্যহীন করে তুলছে। ধৈর্যের অভাব একদিকে মানুষের আত্মবিশ্বাস টলিয়ে দিচ্ছে, অন্যদিকে তার সাহসও কমিয়ে দিচ্ছে। ও বুঝি আমাকে ছাড়িয়ে গেল, আমি বুঝি তার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়লাম, ওর হলো, আমার হলো না—এমনতর সব ঘটনার তাড়া মানুষকে সহনশীল থাকতে দিচ্ছে না।

মানুষ যেভাবে ক্রমেই বিদ্বেষপরায়ণ ও হিংসুটে স্বভাবের হয়ে উঠছে, তাতে সহনশীল হওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে। মানুষের নানা কারণেই সহনশীল হওয়া উচিত। পারস্পরিক সম্পর্কগুলো অমলিন রাখার জন্য, মূল্যবোধের অবক্ষয় রোধের জন্য, আস্থা ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার জন্য সহনশীলতার বিকল্প নেই। সবচেয়ে বড় কথা, সহনশীল হলে ক্ষতির চেয়ে লাভই হয় বেশি। সহনশীলতার অভাব মানুষে-মানুষে তিক্ততা বাড়ায়, মানুষের ওপর মানুষের আস্থা চলে যায়।

অথচ সহনশীলতা মানুষের একটি গুণ। অবশ্য সব মানুষের মধ্যে এই গুণ সমানভাবে না-ও থাকতে পারে। কেউ হয়তো জন্মগতভাবে বা পারিবারিক অনুশাসনের মাধ্যমে এই গুণের অধিকারী হয়, আবার কেউবা শিক্ষার মাধ্যমেও এটা আয়ত্ত করতে পারেন বা করেন। এই গুণের চর্চাও বিভিন্ন পর্যায়ে হতে পারে। পরিবারে, প্রতিষ্ঠানে, সমাজে, কর্মক্ষেত্রে এবং রাষ্ট্রের বৃহত্তর পরিসরে সহনশীলতার চর্চা কিন্তু অপকারের চেয়ে উপকারই বেশি করে। 

সহনশীলতা রপ্ত করা খুব কঠিন কিছু নয়। অতিরিক্ত পাওয়ার লোভ সংবরণ করলে অনেক সমস্যারই স্বাভাবিক সমাধান হতে পারে। ছাড় দেওয়ার মানসিকতাই সহনশীলতার মূলমন্ত্র। মনটা একটু উদার করলে, অন্যের কথা বা মতটা ধৈর্য নিয়ে শুনলে, অন্যের ওপর কিছু চাপিয়ে দেওয়ার মনোভাব না থাকলেই সহনশীল হওয়া যায়। সহনশীলতা সম্প্রীতি বাড়ায়, মানুষে-মানুষে ভুল-বোঝাবুঝি কমায়। 

যার যতটুকু আছে তা নিয়ে খুশি থাকা এবং অন্যেরটা জোর করে কেড়ে নেওয়ার মানসিকতা পরিহার করতে পারলে হানাহানির পরিবেশ তৈরি হবে না। কিন্তু তেমন অবস্থা কি আর হবে? জাতীয় রাজনীতি হিংসার পথ না ছাড়লে সমাজ কীভাবে সুস্থির হবে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত