Ajker Patrika

কালিদাস বনাম লাল মিয়া

সম্পাদকীয়
কালিদাস বনাম লাল মিয়া

কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নড়াইল শহরের ‘কালিদাস ট্যাংক’-এর নাম পরিবর্তন নিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য, ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে একধরনের প্রচারণা চলছে। অভিযোগ, কালিদাস ট্যাংকের নাম পরিবর্তন করে লাল মিয়া পুকুর করা হয়েছে। লাল মিয়া বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ডাক নাম। লাল মিয়ার বাড়ি নড়াইলে হলেও তাঁর খ্যাতি-পরিচিতি দেশজুড়ে, এমনকি দেশের বাইরেও। আবার মাশরাফি নড়াইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও তাঁর পরিচিতি ও খ্যাতি বিশ্বজুড়েই। এখন স্থানীয় রাজনীতির ক্ষুদ্রতায় এই দুই খ্যাতিমানের নাম যেভাবে জড়িয়ে পড়েছে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। এই বিতর্ক-সমালোচনার দ্রুত অবসান হওয়া উচিত।

উল্লেখ্য, ১৯০৭ সালে তৎকালীন জমিদার কালিদাস স্থানীয় মানুষের জলকষ্ট নিরসনের জন্য ২ একর ৫ শতক জায়গায় একটি পুকুর খনন করেন, যার নামকরণ হয় ‘কালিদাস ট্যাংক’। পরে পুকুরটি জেলা পরিষদের অধীন হয়। পুকুরটি নড়াইল পৌর ভবনের উত্তর পাশে। দীর্ঘদিন ধরে এটি মজা অবস্থায় পড়ে ছিল। গত বছরের ২২ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় ৫ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধনের কাজ উদ্বোধন করা হয়। সে সময় পুকুরটির নামকরণ করা হয় লাল মিয়া। 
এই নাম পরিবর্তনের বিষয়টি যার মাথা থেকেই আসুক না কেন, এটা বিবেচনাপ্রসূত হয়নি। শিল্পী লাল মিয়া, অর্থাৎ এস এম সুলতান বেঁচে থাকলেও এতে বিরক্তি বোধ করতেন।

কালিদাস ট্যাংক পুকুরের পরিবর্তে লাল মিয়া পুকুর নামকরণের প্রতিবাদ জানিয়ে গত সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস। তিনি বলেন, সাময়িক সুবিধা গ্রহণের জন্য পুকুরটির নাম বদলে ফেলার চেষ্টা করছেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

পুকুরটির নাম পরিবর্তনের বিষয়ে পৌরসভার মেয়র বলেন, আগের মেয়রের সময় সৌন্দর্যবর্ধন প্রকল্পে পুকুরটির নাম পরিবর্তন করা হয়েছে। তিনি আরও বলেন, পুকুরের নাম পরিবর্তন নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জেলা পরিষদের চেয়ারম্যান যে অভিযোগ করেছেন, তা ঠিক নয়। আগের নাম ফিরিয়ে আনতেও কোনো বাধা নেই। এ ব্যাপারে তাঁর সমর্থন আছে।

অন্যদিকে, প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও অভিযোগ আছে। মাশরাফি নিজেই একটি পত্রিকাকে বলেছেন, ‘আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। প্রকল্পের নাম কালিদাস ট্যাংক থাকবে। দ্রুত এই নামে নতুন ফলক নির্মাণ করে টাঙিয়ে দেওয়া হবে।’ 

একটি পুকুরের নাম পরিবর্তন নিয়ে অযথা পানি ঘোলা করার বিষয়টি দুঃখজনক। দায়িত্বশীল ব্যক্তিদের এসব ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে কোনো হাতিয়ার তুলে দেওয়ার অর্থ হয় না। কালিদাস ট্যাংককে লাল মিয়া পুকুর করার সিদ্ধান্ত থেকে সরে এলে সবার জন্যই স্বস্তির কারণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত