‘সিআইডি’র নেশা
আট বছর বয়সী আদিল মোহাম্মদ সোহানকে হত্যা করেছে তারই গৃহশিক্ষক। এই শিক্ষাদাতা ভারতীয় সিরিয়াল সিআইডি দেখে অপহরণের নীলনকশা করে। সেই চিরাচরিত নিয়মে অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ চাওয়ার চেষ্টা করে সে। তার আগে শিশুটিকে মুখ ও গলা চেপে ধরে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হওয়ার পর যা যা ঘটেছে, তাতে আর বাঁচেনি শিশ