ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার কারণে এক লাখেরও বেশি মানুষ সরিয়ে নিয়েছে চীন। আজ মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চল কুয়াংতুংয়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক দিনগুলোতে কুয়াংতুংয়ে মুষলধারে বৃষ্টিপাতের কারণে নদীগুলো ফুসে উঠেছে এবং মারাত্মক বন্যার আশঙ্কা তৈরি করেছে। এ বন্যা হতে পারে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা।
আজ মঙ্গলবার মেগাসিটি শেনজেনসহ আরও কয়েকটি শহরে ‘ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের’ পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বলছে, আকস্মিক বন্যার খুব বেশি ঝুঁকিতে রয়েছে শহরটি।
পার্ল রিভার ডেল্টার অংশ কুয়াংতুংয়ের উত্তরাঞ্চলীয় শহর কিংইউয়ান থেকে তোলা ছবিতে নদীর উপকূলে অবস্থিত বন্যায় প্লাবিত একটি পার্কে একটি ভবন প্রায় পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে। গত রোববার দেশটির সরকারি গণমাধ্যম জানায়, বেই নদীর উপকূলে অবস্থিত কিংইউয়ান থেকে ৪৫ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত রোববার বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে কুয়াংতুংয়ের ১ লাখ ১০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন নিখোঁজ রয়েছেন। বৃষ্টির কারণে উত্তর কুয়াংতুং শহরের জিয়াংওয়ানের ছয়টি গ্রামে ভূমিধসের ঘটনায় অনেক মানুষ আটকা পড়েছে। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
কুয়াংতুংয়ে চীনের প্রধান উৎপাদন কেন্দ্র। এখানে প্রায় ১২ কোটি ৭০ লাখ মানুষের বসবাস।
আজ মঙ্গলবার শেনঝেনের কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করে বলে, ‘দয়া করে দ্রুত সতর্কতা অবলম্বন করুন এবং বন্যা প্রবণ নিচু এলাকা থেকে দূরে থাকুন। ভারী বৃষ্টিপাত এবং এর ফলে জলাবদ্ধতা, আকস্মিক বন্যা এবং ভূমিধসের মতো দুর্যোগের প্রতি সতর্ক হোন।’
মানব–নির্গত গ্রিনহাউস গ্যাসের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে আরও ঘন ঘন চরম আবহাওয়ার ঘটনা ঘটছে এবং তা আরও তীব্র হচ্ছে।
ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার কারণে এক লাখেরও বেশি মানুষ সরিয়ে নিয়েছে চীন। আজ মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চল কুয়াংতুংয়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক দিনগুলোতে কুয়াংতুংয়ে মুষলধারে বৃষ্টিপাতের কারণে নদীগুলো ফুসে উঠেছে এবং মারাত্মক বন্যার আশঙ্কা তৈরি করেছে। এ বন্যা হতে পারে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা।
আজ মঙ্গলবার মেগাসিটি শেনজেনসহ আরও কয়েকটি শহরে ‘ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের’ পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বলছে, আকস্মিক বন্যার খুব বেশি ঝুঁকিতে রয়েছে শহরটি।
পার্ল রিভার ডেল্টার অংশ কুয়াংতুংয়ের উত্তরাঞ্চলীয় শহর কিংইউয়ান থেকে তোলা ছবিতে নদীর উপকূলে অবস্থিত বন্যায় প্লাবিত একটি পার্কে একটি ভবন প্রায় পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে। গত রোববার দেশটির সরকারি গণমাধ্যম জানায়, বেই নদীর উপকূলে অবস্থিত কিংইউয়ান থেকে ৪৫ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত রোববার বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে কুয়াংতুংয়ের ১ লাখ ১০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন নিখোঁজ রয়েছেন। বৃষ্টির কারণে উত্তর কুয়াংতুং শহরের জিয়াংওয়ানের ছয়টি গ্রামে ভূমিধসের ঘটনায় অনেক মানুষ আটকা পড়েছে। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
কুয়াংতুংয়ে চীনের প্রধান উৎপাদন কেন্দ্র। এখানে প্রায় ১২ কোটি ৭০ লাখ মানুষের বসবাস।
আজ মঙ্গলবার শেনঝেনের কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করে বলে, ‘দয়া করে দ্রুত সতর্কতা অবলম্বন করুন এবং বন্যা প্রবণ নিচু এলাকা থেকে দূরে থাকুন। ভারী বৃষ্টিপাত এবং এর ফলে জলাবদ্ধতা, আকস্মিক বন্যা এবং ভূমিধসের মতো দুর্যোগের প্রতি সতর্ক হোন।’
মানব–নির্গত গ্রিনহাউস গ্যাসের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে আরও ঘন ঘন চরম আবহাওয়ার ঘটনা ঘটছে এবং তা আরও তীব্র হচ্ছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
২ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
২ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে