Ajker Patrika

ফিলিস্তিনিদের বের করে দেওয়া হবে না, বরং উল্টোটা ঘটবে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২: ৪১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, এই চুক্তি ‘সম্পূর্ণভাবে চূড়ান্ত ও সম্পন্ন’ হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কাউকে জোর করে বের করে দেওয়া হবে না, বরং একদম উল্টোটা। না, আমরা এমন কিছু করার কথা ভাবছিও না। এটি একটি দারুণ পরিকল্পনা। এটি একটি দুর্দান্ত শান্তি পরিকল্পনা। এই পরিকল্পনাকে সবাই সমর্থন করেছে।’ ট্রাম্প বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘সম্পূর্ণভাবে চূড়ান্ত’ এবং তিনি সপ্তাহান্তেই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি দারুণ কিছু হতে যাচ্ছে। আমি মনে করি বন্দীদের মুক্তি দেওয়া হবে সোম বা মঙ্গলবার। আমি সম্ভবত সেখানে থাকব। থাকার আশা করছি। আমরা রোববার রওনা হওয়ার পরিকল্পনা করেছি এবং আমি সেই সফরের অপেক্ষায় আছি।’

ট্রাম্প জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের সোমবার বা মঙ্গলবার মুক্তি দেওয়া হবে এবং তিনি মিসরে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার আশা করছেন। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প গাজার জন্য একটি ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করেন। এতে রয়েছে—সব ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া, স্থায়ী যুদ্ধবিরতি এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহার।

পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসবিহীন নতুন গাজা প্রশাসন গঠন, একটি ফিলিস্তিনি-আরব নিরাপত্তা বাহিনী গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত আছে। তবে হামাসের এক প্রতিনিধি জানিয়েছেন, ফিলিস্তিনিরা নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ‘আমাদের আত্মরক্ষার অস্ত্র দরকার এবং প্রতিরোধ অব্যাহত থাকবে।’

ট্রাম্প বলেন, হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টি শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে সমাধান করা হবে। তিনি সাংবাদিকদের বলেন, ‘নিরস্ত্রীকরণ হবে।’ পাশাপাশি ইসরায়েলি বাহিনীরও ‘পিছু হটা’র বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি।

ইসরায়েল সরকার জানায়, নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। ওই বৈঠকের পর ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটি অনুমোদন দেওয়া হয়, যার অধীনে ইসরায়েলি সেনাদের গাজা থেকে সরে যাওয়ার কথা রয়েছে।

সরকারের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘প্রথম ধাপের চূড়ান্ত খসড়ায় আজ সকালে মিসরে সব পক্ষ সই করেছে, যাতে সব বন্দীকে মুক্তি দেওয়া হয়।’ তিনি আরও জানান, ‘আমাদের সব বন্দী—জীবিত ও মৃত—৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে। অর্থাৎ সোমবারের মধ্যেই।’ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’র বলেন, বন্দীদের মুক্তিই ‘এই যুদ্ধের অবসান ঘটাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত