Ajker Patrika

সংবর্ধনা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৯
সংবর্ধনা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন নির্বাচিত ইউপি চেয়ারম্যান আকরাম আলী ও ইউপি সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহাজনপাড়া যুব সমাজ এই সংবর্ধনা দেওয়া হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী, বালিয়াডাঙ্গী বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ইউপি সদস্য ইউসুফ আলী, আরেফিন আলী প্রমুখ এতে বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ইউপি চেয়ারম্যান আকরাম আলী বলেন, ‘দালাল ধরে আমার নিকট কোনো কাজে আসবেন না। সরাসরি আমার বাড়িতে অথবা ইউপি কার্যালয়ে আসবেন। আমাকে টানা ৩ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এর বিনিময়ে সারা জীবন আপনাদের সেবা করে যাব।’

সংবর্ধনা শেষে স্থানীয় কৃতি শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত