Ajker Patrika

পরাজিত নারী প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, গুলি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১: ৩১
পরাজিত নারী প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, গুলি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের পরাজিত নারী ইউপি সদস্য প্রার্থী শাহিনুর বেগমের সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে প্রার্থী শাহিনুর বেগমের বাড়তে হামলা চালায় একই ইউনিয়নের বিজয়ী প্রার্থী জিয়াসমিন বেগমের লোকজন। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়া হয়। এতে ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন, মজিদপুর গ্রামের হানিফ (৩৫), মির্জাকান্দা গ্রামের ইমন (২১) ও শেখ মোখলেস (৫১)।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মীর্জাকান্দা গ্রামের শেখ হক (৪৫), শেখ ইসলাম (৩২), শেখ সামসুল (৪১), শেখ হকের ছেলে আসাদ (২২)।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার জিয়াসমিন বেগমের লোকজন শাহিনুর বেগমের বাড়ি সংলগ্ন ব্রিজে এসে জড়ো হয়ে নির্বাচনে হেরে যাওয়া নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় শাহিনুরের স্বামী উজ্জ্বলসহ বাড়ির লোকজন প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শেখ হকের নেতৃত্বে ৩০-৩৫ জন শাহিনুরের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় তারা ৬-৭টি ককটেল বিস্ফোরণ ও ৫-৬টি ফাঁকা গুলি ছোড়। এতে তিনজন আহত হন।

এদিকে পরাজিত প্রার্থী শাহিনুর বেগমের লোকজনের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

এ ছাড়া উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নবনির্বাচিত সাধারণ সদস্য (মেম্বার) হযরত আলী খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রদীপ করের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যার পর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রদীপ কর বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ‘মামলা রুজু হয়েছে। ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত