পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
চলতি বছরে আমের মৌসুম শেষ হয়েছে অনেক আগেই। অসময়ে বাগানে এখনো ঝুলছে আম। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে কাটিমন জাতের বারোমাসি আম। সুস্বাদু এই আমের চাহিদাও ব্যাপক। অসময়ে বিক্রি হওয়ায় লাভও পাওয়া যায় অনেক।
ঠাকুরগাঁওয়ের দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার ও এমি রানী দম্পতির বাগানে থোকায় থোকায় ঝুলছে হলুদ ও সবুজ বর্ণের কাটিমন জাতের আম।
কৃষি বিভাগ বলছে, এই বারোমাসি কাটিমন আমে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সারা বছর আমটি থাকায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তাদের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকেই এমন আমবাগান করার পরিকল্পনা করছেন। এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে এলাকার কৃষি অর্থনীতির চিত্র পাল্টে যাবে।
বিপ্লব কুমার ও তাঁর স্ত্রী এমি রানী রায় দুই বছর আগে বাড়ির পাশে দুই বিঘা জমিতে থাই কাটিমন জাতের বারোমাসি আমের বাগান করেন। বাগানে ৪৫০টি আমগাছ আছে। বাগান করতে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। পরের বছরই বাগানে ফল আসতে শুরু করে। বছরে তিনবার ফল দেয় গাছগুলো। আমের মৌসুম শেষ হলেও আশ্বিন মাসের শেষের দিকে তাঁর বাগানের গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম। বাগান থেকে এখন পর্যন্ত ১ লাখ টাকার আম বিক্রি করেছেন। এবার আম বিক্রি করে বেশি লাভবান হবেন বলে আশা করছেন তাঁরা।
বাগানচাষি বিপ্লব জানান, প্রথমে শখের বসেই বারোমাসি আমের বাগান করেন। এখন দেখছেন এটি বেশ লাভজনক। বর্তমানে তাঁর বাগানে আমের ফলন ভালো হয়েছে। ভালো দামে আম বিক্রিও করেছেন।
এমি রানী রায় জানান, তাঁরা নিজেরাই বাগান পরিচর্যা করেন। অসময়ে বাগানের গাছে গাছে থোকা থোকা আম দেখে তাঁর বেশ ভালো লাগছে। বাগান দেখার জন্য অনেকে আসছেন। অনেকেই বারোমাসি জাতের আমের বাগান করার আগ্রহ প্রকাশ করছেন।
একই গ্রামের স্বপন রায় নামে এক কৃষক বলেন, ‘অসময়ে আম। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমাদের এলাকায় এর ফলনও ভালো হচ্ছে দেখে তারও ইচ্ছা জাগছে, ভবিষ্যতে তিনিও এ ধরনের একটি আমের বাগান করবেন।’
ওই এলাকার বাসিন্দা রমানাথ রায় বলেন, গাছ থেকে সারা বছর আম পাওয়া যাবে। হিমাগার বা অন্য প্রক্রিয়ায় রেখে আম আর খেতে হবে না। এ জন্য সবারই উচিত বাড়িতে এমন জাতের আমগাছ লাগানো।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা পঙ্কজ রায় বলেন, বর্তমানে পাঁচ হেক্টর জমিতে চাষ হয়েছে। আস্তে আস্তে চাষ বাড়ছে। গত কয়েক বছরে মৌসুমি আমে চাষিরা লোকসান করে বারোমাসি আম চাষে ঝুঁকছেন। এতে লাভবানও হচ্ছেন অনেকে। এ ধরনের বাগানের ফল পারিবারিক চাহিদা মেটানোর সঙ্গে দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং পুষ্টির চাহিদা মেটানো সম্ভব হবে। এটি সম্প্রসারিত করতে কাজ করছে কৃষি বিভাগ।
চলতি বছরে আমের মৌসুম শেষ হয়েছে অনেক আগেই। অসময়ে বাগানে এখনো ঝুলছে আম। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে কাটিমন জাতের বারোমাসি আম। সুস্বাদু এই আমের চাহিদাও ব্যাপক। অসময়ে বিক্রি হওয়ায় লাভও পাওয়া যায় অনেক।
ঠাকুরগাঁওয়ের দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার ও এমি রানী দম্পতির বাগানে থোকায় থোকায় ঝুলছে হলুদ ও সবুজ বর্ণের কাটিমন জাতের আম।
কৃষি বিভাগ বলছে, এই বারোমাসি কাটিমন আমে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সারা বছর আমটি থাকায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তাদের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকেই এমন আমবাগান করার পরিকল্পনা করছেন। এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে এলাকার কৃষি অর্থনীতির চিত্র পাল্টে যাবে।
বিপ্লব কুমার ও তাঁর স্ত্রী এমি রানী রায় দুই বছর আগে বাড়ির পাশে দুই বিঘা জমিতে থাই কাটিমন জাতের বারোমাসি আমের বাগান করেন। বাগানে ৪৫০টি আমগাছ আছে। বাগান করতে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। পরের বছরই বাগানে ফল আসতে শুরু করে। বছরে তিনবার ফল দেয় গাছগুলো। আমের মৌসুম শেষ হলেও আশ্বিন মাসের শেষের দিকে তাঁর বাগানের গাছে গাছে ঝুলছে থোকা থোকা আম। বাগান থেকে এখন পর্যন্ত ১ লাখ টাকার আম বিক্রি করেছেন। এবার আম বিক্রি করে বেশি লাভবান হবেন বলে আশা করছেন তাঁরা।
বাগানচাষি বিপ্লব জানান, প্রথমে শখের বসেই বারোমাসি আমের বাগান করেন। এখন দেখছেন এটি বেশ লাভজনক। বর্তমানে তাঁর বাগানে আমের ফলন ভালো হয়েছে। ভালো দামে আম বিক্রিও করেছেন।
এমি রানী রায় জানান, তাঁরা নিজেরাই বাগান পরিচর্যা করেন। অসময়ে বাগানের গাছে গাছে থোকা থোকা আম দেখে তাঁর বেশ ভালো লাগছে। বাগান দেখার জন্য অনেকে আসছেন। অনেকেই বারোমাসি জাতের আমের বাগান করার আগ্রহ প্রকাশ করছেন।
একই গ্রামের স্বপন রায় নামে এক কৃষক বলেন, ‘অসময়ে আম। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমাদের এলাকায় এর ফলনও ভালো হচ্ছে দেখে তারও ইচ্ছা জাগছে, ভবিষ্যতে তিনিও এ ধরনের একটি আমের বাগান করবেন।’
ওই এলাকার বাসিন্দা রমানাথ রায় বলেন, গাছ থেকে সারা বছর আম পাওয়া যাবে। হিমাগার বা অন্য প্রক্রিয়ায় রেখে আম আর খেতে হবে না। এ জন্য সবারই উচিত বাড়িতে এমন জাতের আমগাছ লাগানো।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা পঙ্কজ রায় বলেন, বর্তমানে পাঁচ হেক্টর জমিতে চাষ হয়েছে। আস্তে আস্তে চাষ বাড়ছে। গত কয়েক বছরে মৌসুমি আমে চাষিরা লোকসান করে বারোমাসি আম চাষে ঝুঁকছেন। এতে লাভবানও হচ্ছেন অনেকে। এ ধরনের বাগানের ফল পারিবারিক চাহিদা মেটানোর সঙ্গে দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং পুষ্টির চাহিদা মেটানো সম্ভব হবে। এটি সম্প্রসারিত করতে কাজ করছে কৃষি বিভাগ।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
১৩ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে