Ajker Patrika

গাজীপুরে ১৫২ বোতল দেশি মদসহ ৯ জন আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
টঙ্গী বাজারের মসলা পট্টি থেকে মদসহ গ্রেপ্তার ৯ জন। ছবি: আজকের পত্রিকা।
টঙ্গী বাজারের মসলা পট্টি থেকে মদসহ গ্রেপ্তার ৯ জন। ছবি: আজকের পত্রিকা।

গাজীপুরের টঙ্গী বাজার থেকে বিপুল পরিমাণ দেশি মদসহ নয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে টঙ্গী বাজারের মসলা পট্টি থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্পের একটি দল। আজ শুক্রবার উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— যাদব বর্মণ, সবুজ মিয়া, অরন কুমার, গৌতম হালদার, শহিদুল ইসলাম, মো. সোহেল, মো. আরিফ, মো. শাহিন এবং মো. অপু।

এ সময় তাঁদের কাছ থেকে ১৫২ বোতল (৮০ লিটার) দেশি মদ ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উত্তরা আর্মি ক্যাম্প জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী মসলা পট্টিতে অভিযান চালিয়ে ১৫২ বোতল দেশি মদসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

গাজায় শিগগির ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, থাকছে কোন কোন দেশ

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে বাবলা নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার

এলাকার খবর
Loading...