বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত শুরু করায় বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। তবে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতারা। তিন দিন আগেও হিলির খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে, আজ শুক্রবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে।
পাবনা, ফরিদপুর ও নাটোরে পেঁয়াজ বেশি উৎপাদন হয়ে থাকে। বর্তমান ওই সব এলাকায় পেঁয়াজ পর্যাপ্ত উৎপাদনসহ মোকামগুলোতে রয়েছে প্রচুর সরবরাহ। কিন্তু দেশের বিভিন্ন স্থানের বড় পেঁয়াজ ব্যবসায়ীরা শুরু করেছেন পেঁয়াজের মজুত। এ কারণে মোকামেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। হঠাৎ লাগামহীন দাম বাড়ায় ক্ষোভ দেখা দিয়েছে ক্রেতাদের।
পেঁয়াজ ক্রেতা ইমামুল হক বলেন, ‘শুনেছি এবার দেশে প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। গত রমজান মাসেও পেঁয়াজের দাম বাড়েনি। তাহলে এখন কেন দাম বাড়বে? আমার মনে হয়, এসব ব্যবসায়ীদের কারসাজি। আমি মনে করি প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করলে দান স্বাভাবিক থাকবে।’
অপর ক্রেতা মোসলেম বলেন, ‘এক সপ্তাহ আগে মাত্র ৩০ টাকা কেজি কিনে নিয়ে গেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি কিনতে হলো। এটা কেমন কথা?’
হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, ‘মোকামে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় ক্রেতাদের সঙ্গে আমরাও বিপাকে পড়েছি। মোকামে আমরা পেঁয়াজ কিনতে পাত্তাই পাচ্ছি না। কেননা, বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করার লক্ষ্যে তারা বর্তমান বেশি দাম ৪৮ থেকে ৫০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছে। তাদের কারণে আমাদেরও বেশি দামে পাইকারি কিনছি এবং খুচরায় তা বিক্রি করছি।’
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত শুরু করায় বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। তবে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতারা। তিন দিন আগেও হিলির খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে, আজ শুক্রবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে।
পাবনা, ফরিদপুর ও নাটোরে পেঁয়াজ বেশি উৎপাদন হয়ে থাকে। বর্তমান ওই সব এলাকায় পেঁয়াজ পর্যাপ্ত উৎপাদনসহ মোকামগুলোতে রয়েছে প্রচুর সরবরাহ। কিন্তু দেশের বিভিন্ন স্থানের বড় পেঁয়াজ ব্যবসায়ীরা শুরু করেছেন পেঁয়াজের মজুত। এ কারণে মোকামেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। হঠাৎ লাগামহীন দাম বাড়ায় ক্ষোভ দেখা দিয়েছে ক্রেতাদের।
পেঁয়াজ ক্রেতা ইমামুল হক বলেন, ‘শুনেছি এবার দেশে প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। গত রমজান মাসেও পেঁয়াজের দাম বাড়েনি। তাহলে এখন কেন দাম বাড়বে? আমার মনে হয়, এসব ব্যবসায়ীদের কারসাজি। আমি মনে করি প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করলে দান স্বাভাবিক থাকবে।’
অপর ক্রেতা মোসলেম বলেন, ‘এক সপ্তাহ আগে মাত্র ৩০ টাকা কেজি কিনে নিয়ে গেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি কিনতে হলো। এটা কেমন কথা?’
হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, ‘মোকামে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় ক্রেতাদের সঙ্গে আমরাও বিপাকে পড়েছি। মোকামে আমরা পেঁয়াজ কিনতে পাত্তাই পাচ্ছি না। কেননা, বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করার লক্ষ্যে তারা বর্তমান বেশি দাম ৪৮ থেকে ৫০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছে। তাদের কারণে আমাদেরও বেশি দামে পাইকারি কিনছি এবং খুচরায় তা বিক্রি করছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৪ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৪ ঘণ্টা আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
৫ ঘণ্টা আগেদেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় সাগরপথেই মাদকের চালান আনছে চোরাকারবারিরা। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনে করছে, দেশে এখন মিয়ানমার থেকে যে মাদক আসছে, তার ৮০ শতাংশ সাগরপথ
৫ ঘণ্টা আগে