নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
গতকাল রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কামাল পাশা গণজাগরণ মঞ্চের একাংশের নেতা ছিলেন। তিনি চারু শিল্পী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক।
কামাল পাশার স্ত্রী ফাতেমা হাসনাত সোহাগী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে লালমাটিয়া থেকে সাদা পোশাকে একদল লোক এসে তাঁকে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা আটক কিনা সে বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছুই জানায়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরীর নামে নেত্রকোনা জেলার ফালিয়াজুরী থানায় বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা রয়েছে। এ ছাড়া আর কোথাও তাঁর বিরুদ্ধে মামলা আছে কিনা সেটি খোঁজা হচ্ছে। যদি ঢাকায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে ঢাকার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। আর ঢাকায় মামলা না থাকলে নেত্রকোনার ওই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হবে।
রোববার দিবাগত রাতে পুলিশের ওই সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরী ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রয়েছেন।
কামাল পাশা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সর্বশেষ রোববার দুপুরের ‘জনকণ্ঠ ও নাটোর সুগার মিল দখল’ হয়েছে বলে একটি স্ট্যাটাস দেন তিনি।
কামাল পাশাকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে জানতে ডিএমপির কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা আটক বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
গতকাল রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কামাল পাশা গণজাগরণ মঞ্চের একাংশের নেতা ছিলেন। তিনি চারু শিল্পী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক।
কামাল পাশার স্ত্রী ফাতেমা হাসনাত সোহাগী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে লালমাটিয়া থেকে সাদা পোশাকে একদল লোক এসে তাঁকে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা আটক কিনা সে বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছুই জানায়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরীর নামে নেত্রকোনা জেলার ফালিয়াজুরী থানায় বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা রয়েছে। এ ছাড়া আর কোথাও তাঁর বিরুদ্ধে মামলা আছে কিনা সেটি খোঁজা হচ্ছে। যদি ঢাকায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে ঢাকার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। আর ঢাকায় মামলা না থাকলে নেত্রকোনার ওই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হবে।
রোববার দিবাগত রাতে পুলিশের ওই সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরী ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রয়েছেন।
কামাল পাশা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সর্বশেষ রোববার দুপুরের ‘জনকণ্ঠ ও নাটোর সুগার মিল দখল’ হয়েছে বলে একটি স্ট্যাটাস দেন তিনি।
কামাল পাশাকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে জানতে ডিএমপির কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা আটক বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
৩ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
৮ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
১৩ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
১৮ মিনিট আগে