Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৯: ০১
কালো ধোঁয়ায় ছেয়ে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ। আজ শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা
কালো ধোঁয়ায় ছেয়ে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ। আজ শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (আমদানি করা পণ্যের মজুত স্থান) লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।

আজ শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে।

কার্গো ভিলেজে কর্মরত এক কর্মচারী জানিয়েছেন, তাঁরা কাজ শেষে সেখান থেকে চলে যান। এর ১০ মিনিট পরই আগুন লাগে।

আমদানি কার্গো ভবনের ২ নম্বর কুরিয়া গেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিমান বাংলাদেশের এক কর্মী হৃদয় বলেন, বেলা ২টা ১০ মিনিটের দিকে সবগুলো ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এরপর সব স্টাফ দৌড়াদৌড়ি করে বের হয়ে যান।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমানবন্দরের চারপাশে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। তাঁরা জানান, হঠাৎ কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

শাহজালাল বিমানবন্দরে আগুনের খবরে সেখানে উৎসুক জনতা ভিড় করেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
শাহজালাল বিমানবন্দরে আগুনের খবরে সেখানে উৎসুক জনতা ভিড় করেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

আমদানি কার্গো ভবনটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্য মজুত করা থাকে। এর মধ্যে গেট ‘এ’ বা ১ নম্বর হলো কমার্শিয়াল গেট নামে পরিচিত। এখানে কেমিক্যাল, কসমেটিক্স, ব্যাগেজ থাকে। গেট ‘বি’ গার্মেন্টস পণ্য এবং গেট ‘সি’তে ইলেকট্রনিক পণ্য, শিল্প মেশিন থাকে।

এসব পণ্য ২৪ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর্যন্ত থাকে, এরপর এগুলো আমদানিকারকেরা ছাড়িয়ে নেন। শুক্র ও শনিবার বন্ধ থাকায় অনেক পণ্য জমেছিল, যা রোববার বিমানবন্দর থেকে আমদানিকারকেরা ছাড়িয়ে নিতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আজকের রাশিফল: প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে, পকেটে আসবে টাকা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শাহজালাল বিমানবন্দরের মনিটরে নেই ফ্লাইটের শিডিউল, অনিশ্চিতায় প্রহর গুনছেন যাত্রীরা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আজ শনিবার অগ্নিকাণ্ডের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা
আজ শনিবার অগ্নিকাণ্ডের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট বন্ধ রয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসী যাত্রী ও তাঁদের স্বজনরা।

বিমানবন্দরে আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এবং যাত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলে এমন দুর্ভোগের কথা জানা যায়।

রাত সাড়ে ৮টায় দেখা যায়, বিমানবন্দরের টার্মিনাল-১ এর সামনে লাগেজ নিয়ে অপেক্ষা করছিলেন চীনা নাগরিক নিং জিয়াওলিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বেইজিং যাব। ফ্লাইট ছিল সন্ধ্যায়। কিন্তু আগুন লাগার কারণে যেতে পারছি না। কখন যেতে পারব, সেটাও জানি না।’

কিশোরগঞ্জ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন মো. আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৭টা থেকে বিমানবন্দরে এসে অপেক্ষা করছি। রাতে আমাদের ফ্লাইট। কিন্তু মনিটরে বিমানের কোনো শিডিউল দেখছি না। বুঝতেছি না, যেতে পারব কি না? আজ ফ্লাইট হবে নাকি, পরিবর্তন করে দেবে সেটাও জানা নেই।’

লালবাগ থেকে বন্ধুকে বিদায় দিতে বিমানবন্দরে এসেছেন হাসিব হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বন্ধু আরিফ হাসান রাত ১০টা ৪৫ মিনিটে লিথুনিয়া যাবে। কিন্তু আমরা সন্ধ্যা ৭টা থেকে এসে অপেক্ষা করছি। বোর্ডের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। অনিশ্চয়তা কাটছে না।’

হাসিব বলেন, ‘অনেক ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আবার অনেকগুলো ডিলে (বিলম্ব) হয়েছে। যতক্ষণ পর্যন্ত শিডিউল নিশ্চিত হতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

আজ শনিবার অগ্নিকাণ্ডের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা
আজ শনিবার অগ্নিকাণ্ডের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

টার্মিনাল-১ এর তিন নম্বর গেটে কর্তব্যরত বিমানবাহিনীর বাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক যাত্রীরা বিমানবন্দরে গ্রিন চ্যানেলের পাশে অবস্থান করছে। তাদের অপেক্ষার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আবার কিছু কিছু এয়ারলাইনস কর্তৃপক্ষ তাদের যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করেছেন। তারা হোটেলে গিয়ে বিশ্রাম নিচ্ছেন।’

এদিকে বিমানবন্দরের আগমনী গেটেও গিয়ে দেখা যায়, হাজার হাজার লোকজন তাদের স্বজনদের আসার অপেক্ষায় অপেক্ষা করছেন। তারা বলছেন, ‘কখন ফ্লাইট চলাচল শুরু হবে, আর কখন আমাদের স্বজনরা আসবেন, সেই অপেক্ষার প্রহর গুনছি।’ আবার শোনা যাচ্ছে, ঢাকা বিমানবন্দরে কিছু ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করেছে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে আমরা কত দ্রুত চালু করতে পারি। আপনারা জানেন, এখন বিমানবন্দরের ফ্লাইট সাময়িক স্থগিত রয়েছে।’

উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘আমরা আলোচনায় বসব। আমরা ক্ষতি নিরূপণ এবং সেই সঙ্গে চলমান কার্যক্রমকে আমরা পদ্ধতিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা।’

এ সময় উপদেষ্টা সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে উপদেষ্টা বশির উদ্দিন বলেন, ‘আল্লাহ তালা যেন আমাদের এই কাজকে সহজ করে দেন। পুনরায় যেন এয়ারপোর্টের কার্যক্রম দ্রুত চালু করতে পারি।’

উপদেষ্টা বশির উদ্দিন বলেন, ‘আমরা আজ রাতের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম চালু এবং ব্যবসায়িক কার্যক্রম (এয়ারপোর্টের এয়ার কার্গো) শুরু করা। আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এ জটিলতা তৈরি হয়েছে। রপ্তানি কার্গো পরিপূর্ণ নিরাপদে রয়েছে।’

উল্লেখ্য, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া বিমানবন্দর বাহিনীর দমকল ইউনিট, ঢাকা ওয়াসার গাড়িও দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আজকের রাশিফল: প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে, পকেটে আসবে টাকা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রাকসুতে জয়ীদের ‘জবাবদিহি’ নিশ্চিত করতে বিজিতদের সন্ধ্যা আড্ডা

রাবি প্রতিনিধি 
রাকসুতে জয়ী-বিজিতদের সন্ধ্যা আড্ডা। ছবি: আজকের পত্রিকা
রাকসুতে জয়ী-বিজিতদের সন্ধ্যা আড্ডা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে জয়ীদের ‘জবাবদিহি নিশ্চিত ও সহযোগিতা’ করতে সন্ধ্যা আড্ডার আয়োজন করেছেন বিজিতেরা।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় থেকে বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলা মাঠে এই কর্মসূচির আয়োজন করেন তাঁরা। আয়োজনে ছাত্রদল, বাম, অন্যান্য সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ও শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নুর উদ্দিন আবির বলেন, ‘আমরা এখানে আজ একত্রিত হয়েছি জয়ী প্রার্থীরা যেন নিজের খেয়ালখুশিমতো কাজ না করতে পারে। তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। তারা যেন ইশতেহারের বাইরে কাজ না করতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’

আবির আরও বলেন, ‘জয়ী প্রার্থীরা বলেছেন তাঁরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। আমাদের দায়িত্ব তাঁদের সহযোগিতা করে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।’

কেন্দ্রীয় সংসদে স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী শাহ পরাণ লিখন বলেন, ‘অনেকেই বলছেন হেরে গিয়ে আমরা কান্না করছি। আমরা রুম থেকে বের হচ্ছি না। তাদের দেখাতেই আমরা আজ একসাথে হয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা একটি সুস্থ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চাই।’

জুলাই ৩৬ হলে স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী উম্মে হুমাইরা বলেন, ‘আমরা হেরে গিয়েছি তাতে কী হয়েছে? আমরা চাই সকলে মিলে ভালো কাজ করুক। সবার মাঝে একটা ইউনিটি বজায় থাকুক। আমরা কাল বা পরশু বিশ্ববিদ্যালয় পরিষ্কার করার মাধ্যমে আগামী রাকসুর প্রস্তুতি শুরু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আজকের রাশিফল: প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে, পকেটে আসবে টাকা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

গাজীপুরে গণপিটুনিতে আহত কিশোরের মৃত্যু, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের গাছায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত কিশোর মারা গেছে। এ ঘটনায় আজ শনিবার স্থানীয়রা লাশ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর আগে সকালে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম হাসন (১৬), সে চাঁদপুর সদরের বিশ্বনন্দী এলাকার কবির হোসেনের ছেলে এবং পরিবারের সঙ্গে গাছার পশ্চিম কলমেশ্বর এলাকায় বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৮ অক্টোবর ভোর ৬টার দিকে গাজীপুর মহানগরীর গাছা পশ্চিম কলমেশ্বর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর চোর সন্দেহে হাসনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

পরে আহত অবস্থায় হাসনকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরবর্তী সময় উত্তরা আরএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, কিশোর হাসনের মরদেহ তার বাড়িতে পৌঁছালে এলাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়রা মরদেহ নিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে এসে স্বজন ও স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত এবং দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আজকের রাশিফল: প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে, পকেটে আসবে টাকা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা।  ছবি: সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের এক দিন পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আনোয়ারা থানার এসআই মো. আবুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহজাদা এস এম মহিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী মনজু, সাবেক ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, চাতরীর সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরো, রায়পুরের চেয়ারম্যান আমিন শরীফ, বারশতের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্, চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সদরের চেয়ারম্যান আসিম কুমার দেব, জুঁইদণ্ডীর চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ ইদ্রিছসহ দলীয় পদধারী ৬৮ জন।

আসামিদের মধ্যে জুঁইদণ্ডী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কাদের (৫০), আব্দুল খালেক (২৮) ও মো. আরিফ (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্র জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করে। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

ওসি মো. মনির হোসেন বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আজকের রাশিফল: প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে, পকেটে আসবে টাকা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত