Ajker Patrika

তেজগাঁওয়ে দুই গরু ব্যাপারীকে অজ্ঞান করে ২৫ লাখ টাকা ছিনতাই

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে দুই গরু ব্যাপারীকে অজ্ঞান করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তাঁদের একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁওয়ের তিব্বত নাবিস্কো এলাকায় এই ঘটনা ঘটে।

অজ্ঞান পার্টির কবলে পড়া গরুর দুই ব্যাপারী হলেন মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। এঁদের মধ্যে হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আনোয়ারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁদের সহকর্মী নুর ইসলাম জানান, তাঁদের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চরগাঁওয়াইয়া গ্রামে। সেখান থেকে হাসান ও আনোয়ার হোসেন ২৮টি গরু নিয়ে গত বুধবার তেজগাঁও তিব্বত মোড়ের হাটে আসেন। গতকাল রাতেই তাঁদের ২৭টি গরু বিক্রি হয়। গরু বিক্রির ২৫ লাখ টাকা আনোয়ার ও হাসানের কাছেই ছিল। গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাঁরা দুজন হাট থেকে বের হয়ে যান খাবারের জন্য। অনেক সময় ধরে তাঁদের খোঁজ না থাকায় খোঁজাখুঁজি শুরু করেন সঙ্গীরা। পরে সড়কের পাশে তাঁদের দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের কাছে থাকা ২৫ লাখ টাকা পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অসুস্থ হাসানকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

টনি ব্লেয়ারের নেতৃত্বেই হতে পারে গাজার অন্তর্বর্তী কর্তৃপক্ষ, কিন্তু তিনিই কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত