Ajker Patrika

রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী, নাকাল জনজীবন

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৫: ৩৪
ভারি বৃষ্টিতে ডুবে গেছে ফেনীর বিভিন্ন এলাকা। ছবি: আজকের পত্রিকা
ভারি বৃষ্টিতে ডুবে গেছে ফেনীর বিভিন্ন এলাকা। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের বেশির ভাগ এলাকা পানির নিচে চলে গেছে। দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও হাসপাতালমুখী রোগীরা।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ফেনী আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত) জেলায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এটি এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান। তিনি জানান, দুই দিন ধরে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী দু-তিন দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।

এদিকে টানা বৃষ্টিতে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফেনী শহরের ডাক্তারপাড়া, সদর হাসপাতাল মোড়, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, একাডেমি, পাঠানবাড়ী, পেট্রোবাংলাসহ অন্তত ১২টি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ভারি বৃষ্টিতে ডুবে গেছে ফেনীর বিভিন্ন এলাকা। ছবি: আজকের পত্রিকা
ভারি বৃষ্টিতে ডুবে গেছে ফেনীর বিভিন্ন এলাকা। ছবি: আজকের পত্রিকা

সকালের পর থেকেই জলমগ্ন সড়কে হেঁটে চলতে গিয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শহরের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, ‘ছেলেকে স্কুলে দিতে গিয়ে হাঁটুপানি পেরোতে হয়েছে। রিকশাও চলেনি।’

ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমজাদ হোসেন বলেন, ট্রাংক রোড থেকে অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে আসতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। রাস্তায় হাঁটুপানি। কোনো যান চলাচল করছে না।

ভারি বৃষ্টিতে ডুবে গেছে ফেনীর বিভিন্ন এলাকা। ছবি: আজকের পত্রিকা
ভারি বৃষ্টিতে ডুবে গেছে ফেনীর বিভিন্ন এলাকা। ছবি: আজকের পত্রিকা

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, ‘মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে উজানে ভারী বৃষ্টি হলে পানি বাড়তে পারে। আমরা সতর্ক অবস্থানে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত