আজকের পত্রিকা ডেস্ক
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের ফলে ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আজ সকাল ৯টায় দেওয়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ এবং মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকার ফলে এই বর্ষণ প্রবণতা সৃষ্টি হয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে বায়ুচাপের তারতম্য ও আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টিপাতের ঘনঘটা আরও বাড়ছে।
পাঁচ দিনের বিস্তারিত পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ (৮ জুলাই) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ ১২ জুলাই পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিন শেষে পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
প্রথম দিন (৮ জুলাই):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দ্বিতীয় দিন (৯ জুলাই):
একই ছন্দে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
তৃতীয় দিন (১০ জুলাই):
সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে, তবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
চতুর্থ দিন (১১ জুলাই):
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
পঞ্চম দিন (১২ জুলাই):
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের ফলে ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আজ সকাল ৯টায় দেওয়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ এবং মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকার ফলে এই বর্ষণ প্রবণতা সৃষ্টি হয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে বায়ুচাপের তারতম্য ও আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টিপাতের ঘনঘটা আরও বাড়ছে।
পাঁচ দিনের বিস্তারিত পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ (৮ জুলাই) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ ১২ জুলাই পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিন শেষে পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
প্রথম দিন (৮ জুলাই):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দ্বিতীয় দিন (৯ জুলাই):
একই ছন্দে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
তৃতীয় দিন (১০ জুলাই):
সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে, তবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
চতুর্থ দিন (১১ জুলাই):
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
পঞ্চম দিন (১২ জুলাই):
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই, সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১০ ঘণ্টা আগেসরকার নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১১ ঘণ্টা আগেসকাল থেকেই ঢাকায় মিলল বৃষ্টির দেখা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৮ ঘণ্টা আগেকয়েকদিন ধরেই সহনীয় পর্যায়ে রয়েছে রাজধানী ঢাকার বাতাস। আষাঢ়-শ্রাবণ মাসে ঢাকার বাতাসে দূষণ সাধারণত কম থাকে। সেই ধারাবাহিকতায় আজও সহনীয় পর্যায়ে রয়েছে রাজধানীর বাতাস...
১৯ ঘণ্টা আগে