চবি সংবাদদাতা
কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজনকে মৃত উদ্ধার করা গেছে। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার সকালে তাঁরা নিখোঁজ হন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ কামাল চৌধুরী।
মৃত উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তাঁদের সঙ্গে ঘুরতে যাওয়া সহপাঠী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন, আরবি বিভাগের একজনসহ পাঁচজন কক্সবাজারের হিমছড়িতে ঘুরতে যান। রাতে সেখানে অবস্থান করার পর ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা বিচে ঘুরতে যান। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান ওই তিনজন।
ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সেখানকার স্থানীয় জেলেদের ডাকাডাকি করি, তাঁরা দ্রুত এসেও তাঁদের উদ্ধার করতে পারেননি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সাবাবের লাশ উদ্ধার করেন, কিন্তু বাকি দুজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল রাতে প্রথম বর্ষের চারজন, অন্য বিভাগের একজনসহ পাঁচজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তাঁরা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশে বেরিয়েছেন।’
কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজনকে মৃত উদ্ধার করা গেছে। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার সকালে তাঁরা নিখোঁজ হন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ কামাল চৌধুরী।
মৃত উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তাঁদের সঙ্গে ঘুরতে যাওয়া সহপাঠী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন, আরবি বিভাগের একজনসহ পাঁচজন কক্সবাজারের হিমছড়িতে ঘুরতে যান। রাতে সেখানে অবস্থান করার পর ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা বিচে ঘুরতে যান। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান ওই তিনজন।
ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সেখানকার স্থানীয় জেলেদের ডাকাডাকি করি, তাঁরা দ্রুত এসেও তাঁদের উদ্ধার করতে পারেননি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সাবাবের লাশ উদ্ধার করেন, কিন্তু বাকি দুজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল রাতে প্রথম বর্ষের চারজন, অন্য বিভাগের একজনসহ পাঁচজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তাঁরা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশে বেরিয়েছেন।’
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের জলাবদ্ধতায় উপলশহর উচ্চবিদ্যালয়ের মাঠ ভরে উঠেছে কচুরিপানায়। শতাধিক প্রান্তিক কৃষক কয়েক বছর ধরে তাঁদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। এতে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসীর অভিযোগ, পুকুর খননকারীরা প্রভাবশালী হওয়ায় অনেকে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না।
১৮ মিনিট আগেসিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লা ও হোসেনপুর এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে তিন শতাধিকের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ায় অনেককে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুর উপজেলা সীমানাঘেঁষা এলাকায় রয়েছে বেশ কয়েকটি ছোট-বড় সেতু। যেগুলো শ্রীপুরের সঙ্গে যুক্ত করেছে পাশের কয়েকটি উপজেলাকে। সন্ধ্যা হলেই এসব সেতু ঘিরে মাদক বেচাকেনা শুরু হয়। চলে রাতভর। দিনের পর দিন এই অবস্থা চলছে।
১ ঘণ্টা আগেসুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলা নিয়ে বিস্তৃত সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কটি সুনামগঞ্জ ও সিলেটে জরুরি যাতায়াতের অন্যতম মাধ্যম। এ ছাড়া ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা ছাড়াও নেত্রকোনার একাংশের মানুষ এটি ব্যবহার করে।
১ ঘণ্টা আগে