Ajker Patrika

কফি খেতে গিয়ে তাসকিন দেখেন বাংলাদেশের ৫ উইকেট নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮: ০০
অবিশ্বাস্য ব্যাটিং ধসে হেরেছে বাংলাদেশ। ছবি: এএফপি
অবিশ্বাস্য ব্যাটিং ধসে হেরেছে বাংলাদেশ। ছবি: এএফপি

ইনিংসটা যখন শুরু হয়েছিল, তখন আশার আলোই জ্বলছিল। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় প্রথম উইকেট পড়ে ২৯ রানে। এরপর শান্ত আর তানজিদের ব্যাটে গড়ে ওঠে প্রতিরোধের দেয়াল। রানের চাকা ঘুরছিল মসৃণ গতিতে। ১৬ ওভার শেষে স্কোরবোর্ডে ১০০ রান, হাতে ৯ উইকেট—সেই সময় বাংলাদেশ জয়ের পথেই হেঁটেছে বলে মনে হচ্ছিল।

কিন্তু হঠাৎ যেন নেমে এল অন্ধকার। ম্যাচের ১৭তম ওভারের তৃতীয় বলে শান্ত রান আউট। এরপর ১৮তম ওভারে হাসারাঙ্গার এক ওভারে দুই উইকেট—লিটন দাস ও তানজিদ তামিমের বিদায়ে চরম বিপর্যয়। শুরু হয় উইকেট পতনের মিছিল। একসময় স্কোরবোর্ডে দেখা গেল ১০৫ রানে ৮ উইকেট! মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচে পড়ে যায় গভীর খাদে।

এই ভয়াবহ পতনের সঙ্গে জড়িয়ে গেল একটি লজ্জাজনক রেকর্ডও। ওয়ানডে ইতিহাসে ২য় উইকেট থেকে ৮ম উইকেট পর্যন্ত সবচেয়ে দ্রুত পতনের দ্বিতীয় সর্বনিম্ন রানের মধ্যে ঘটা রেকর্ডটি এতদিন ছিল যুক্তরাষ্ট্রের দখলে। ২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেটে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্র—৮ রানে ৭ উইকেট। এবার সেই জায়গায় বাংলাদেশের নাম লেখা হলো—মাত্র ৫ রানে ৭ উইকেট!

ম্যাচের ওই সময়ে তাসকিন আহমেদ তখন ড্রেসিংরুমে। কফির কাপ হাতে ডাইনিং থেকে বেলকনিতর ফিরছিলেন। তখনই চোখ কপালে! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচের এমন পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, ‘ড্রেসিংরুমে কফি হাতে নিয়ে দেখি ৫ উইকেট পড়ে গেছে। ক্রিকেটে অনেক কিছুই ঘটে। অনিশ্চয়তার খেলা। কিন্তু আমি এটা প্রত্যাশা করিনি যদিও।’

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত দ্রুত এমন ব্যাটিং ধস বিরল। বিস্ময় ছড়িয়েছে গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। কেউ বলছেন, ‘এটা কল্পনারও অতীত!’ আবার কেউ লিখেছেন, ‘এমন ব্যাটিংয়ে হারটাই প্রাপ্য। আবার কেউ লিখছেন মিসাঈল গতিতে উইকেট পতন। ’

তবে তাসকিন বিশ্বাস করেন, এই ব্যর্থতা পরের ম্যাচ জিতলে ঢেকে যাবে এমন হারের ক্ষত। তিনি বলেন, ‘আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি। সমর্থকদের সরি বলছি—সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। আমরা দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি।’

এমন বিপর্যয়ের পরও হাল ছাড়তে নারাজ তাসকিন। তাঁর বার্তা, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে ভবন ঘেরাও, যুবদল নেতাকে ফোন করে বললেন—‘লাভ নেই’

প্রধান উপদেষ্টাকে নিয়ে পোস্ট দেওয়া সেই ঊর্মি চাকরিচ্যুত

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

‘উপজেলায় এখন কী কাজ’—বলেই সাবেক মেয়রের ছেলেকে মারধর

‘আপনি তো জনপ্রতিনিধি না’ বলায় ডিসিকে প্রত্যাহার দাবিতে রাজপথে আরিফুল হক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত