নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আদালত থেকে ফেরার পথে রাজশাহীতে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা যায়নি।
আজ মঙ্গলবার রাজশাহীর আদালতসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
উদ্ধার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ (৩৫), একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০)।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাজেদুর রহমানের কথামতো ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স’ নামের একটি বিমা কোম্পানিতে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। এর মধ্যে গত ২০ জুন আব্দুল মজিদ তাঁর জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।
এরপর প্রতারণার অভিযোগে তিনি আজ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তাঁর সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল, মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি।
মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাঁদের পথরোধ করেন। এ সময় সোহাগ পালিয়ে গেলেও বাদীসহ তিনজনকে মারধর করে তাঁরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, পরে পালিয়ে যাওয়া সোহাগ ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা-পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে।
এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেন। উদ্ধারের পর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁরা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আদালত থেকে ফেরার পথে রাজশাহীতে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা যায়নি।
আজ মঙ্গলবার রাজশাহীর আদালতসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
উদ্ধার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ (৩৫), একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০)।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাজেদুর রহমানের কথামতো ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স’ নামের একটি বিমা কোম্পানিতে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। এর মধ্যে গত ২০ জুন আব্দুল মজিদ তাঁর জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।
এরপর প্রতারণার অভিযোগে তিনি আজ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তাঁর সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল, মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি।
মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাঁদের পথরোধ করেন। এ সময় সোহাগ পালিয়ে গেলেও বাদীসহ তিনজনকে মারধর করে তাঁরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, পরে পালিয়ে যাওয়া সোহাগ ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা-পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে।
এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেন। উদ্ধারের পর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁরা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মোহাম্মদ জুবায়েতের বয়স পাঁচ বছর। রাতে ঘুমানোর আগে এখনো বাবার জন্য অপেক্ষায় থাকে সে। রাত গভীর হয়, তার প্রশ্ন বাড়ে, বাবা কখন আসবে? এটা তার প্রতিদিনের রুটিন। জুবায়েতের মা জুবেদা খাতুন বলেন, ‘ছেলে আজও বাবার বালিশ নিয়ে অপেক্ষায় থাকে ওর বাবা আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই অনেক প্রশ্নের সম্মুখীন...
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২২ জন শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ বলছেন, বৈষম্য করা হচ্ছে; আবার কেউ বলছেন, বিধিবিধানের জটিলতায় পদোন্নতি পিছিয়ে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠার প্রায় দেড় দশক পার হলেও এখনো বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন পূর্ণ অধ্যাপক রয়েছেন।
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে কিছুদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে দুই পারের বাসিন্দাদের ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি ও সৈয়দপুর-সোনাকান্দা সেতুসহ নানা স্থাপনা নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।
২ ঘণ্টা আগেতিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটিতে ছয় বছর পার করে দিয়েছে রাজশাহী জেলা বিএনপি। ৫ জুলাই কমিটির পাঁচ বছর পূর্তিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ৬ বছর পূর্ণ হলো!’ তাঁর এই পোস্টের মন্তব্যে নেতা-কর্মীরা...
২ ঘণ্টা আগে