নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আদালত থেকে ফেরার পথে রাজশাহীতে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা যায়নি।
আজ মঙ্গলবার রাজশাহীর আদালতসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
উদ্ধার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ (৩৫), একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০)।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাজেদুর রহমানের কথামতো ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স’ নামের একটি বিমা কোম্পানিতে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। এর মধ্যে গত ২০ জুন আব্দুল মজিদ তাঁর জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।
এরপর প্রতারণার অভিযোগে তিনি আজ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তাঁর সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল, মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি।
মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাঁদের পথরোধ করেন। এ সময় সোহাগ পালিয়ে গেলেও বাদীসহ তিনজনকে মারধর করে তাঁরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, পরে পালিয়ে যাওয়া সোহাগ ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা-পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে।
এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেন। উদ্ধারের পর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁরা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আদালত থেকে ফেরার পথে রাজশাহীতে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা যায়নি।
আজ মঙ্গলবার রাজশাহীর আদালতসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
উদ্ধার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ (৩৫), একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০)।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাজেদুর রহমানের কথামতো ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স’ নামের একটি বিমা কোম্পানিতে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। এর মধ্যে গত ২০ জুন আব্দুল মজিদ তাঁর জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।
এরপর প্রতারণার অভিযোগে তিনি আজ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তাঁর সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল, মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি।
মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাঁদের পথরোধ করেন। এ সময় সোহাগ পালিয়ে গেলেও বাদীসহ তিনজনকে মারধর করে তাঁরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, পরে পালিয়ে যাওয়া সোহাগ ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা-পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে।
এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেন। উদ্ধারের পর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁরা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রামে দুই কোম্পানির কাছ থেকে ৬০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দুটি
৫ মিনিট আগেরংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। গতকাল সোমবার সংগঠনের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান ও সদস্যসচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে ঘটনার নিন্দা জানানো হয়।
২২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৩ মিনিট আগেসৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
৩৬ মিনিট আগে