পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাপ-পিরিচ ও দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে প্রার্থীসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় গতকাল শনিবার পাথরঘাটা থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে ৭২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৬০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুজ্জামান।
এর আগে গত বৃহস্পতিবার রাতে দফায় দফায় এই হামলা ও মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। হামলায় আহত ১০ জনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে দোয়াত-কলমের প্রার্থী এনামুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাথরঘাটা থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কাকচিড়া ইউনিয়নের নেছার দালালের স্ত্রী নুপুর বেগম বাদী হয়ে দোয়াত-কলম প্রতীকের সমর্থক ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১০ জনকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে শনিবার বিকেলে পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা এলাকার মমিন উদ্দিন হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে কাপ-পিরিচ প্রতীকের সমর্থক ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা গোলাম কবির (কাপ-পিরিচ) ও এনামুল হোসাইনের (দোয়াত-কলম) সমর্থকদের মধ্যে প্রথমে কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা নিতে এসে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে আছেন দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসাইন, ফয়সাল আহম্মেদ, মো. সোলাইমান, শাহ আলী, সবুজ গাজী, তানভীর আহম্মেদ, মো. আহাদ, মো. রাকিব, রুবেল মিয়া ও হাসান রাব্বি।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানার পুলিশ। তাঁরা হলেন নাঈমুল ইসলাম (২৯), মনির হোসেন (৩০), মো. মিজান (২৫), মো. ইব্রাহীম (২৫), শাহাদাৎ (২৪), আবু সুমা (২৬), মো. হাবিবুর রহমান (২৫), মো. শান্ত (২৩), মো. খোকন (৩০) ও গোলাম মাওলা মিলন (৪৫)।
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাথরঘাটার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে। যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধ, সেহেতু আইনি পরামর্শের জন্য থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় নির্বাচনের ওপর প্রভাব পড়বে না।’
বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাপ-পিরিচ ও দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে প্রার্থীসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় গতকাল শনিবার পাথরঘাটা থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে ৭২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৬০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুজ্জামান।
এর আগে গত বৃহস্পতিবার রাতে দফায় দফায় এই হামলা ও মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। হামলায় আহত ১০ জনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে দোয়াত-কলমের প্রার্থী এনামুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাথরঘাটা থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কাকচিড়া ইউনিয়নের নেছার দালালের স্ত্রী নুপুর বেগম বাদী হয়ে দোয়াত-কলম প্রতীকের সমর্থক ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১০ জনকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে শনিবার বিকেলে পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা এলাকার মমিন উদ্দিন হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে কাপ-পিরিচ প্রতীকের সমর্থক ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা গোলাম কবির (কাপ-পিরিচ) ও এনামুল হোসাইনের (দোয়াত-কলম) সমর্থকদের মধ্যে প্রথমে কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা নিতে এসে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে আছেন দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসাইন, ফয়সাল আহম্মেদ, মো. সোলাইমান, শাহ আলী, সবুজ গাজী, তানভীর আহম্মেদ, মো. আহাদ, মো. রাকিব, রুবেল মিয়া ও হাসান রাব্বি।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানার পুলিশ। তাঁরা হলেন নাঈমুল ইসলাম (২৯), মনির হোসেন (৩০), মো. মিজান (২৫), মো. ইব্রাহীম (২৫), শাহাদাৎ (২৪), আবু সুমা (২৬), মো. হাবিবুর রহমান (২৫), মো. শান্ত (২৩), মো. খোকন (৩০) ও গোলাম মাওলা মিলন (৪৫)।
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাথরঘাটার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে। যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধ, সেহেতু আইনি পরামর্শের জন্য থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় নির্বাচনের ওপর প্রভাব পড়বে না।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৪ মিনিট আগে