নারী না পুরুষ, সেই খেলিফের স্বর্ণজয়
স্বর্ণজয়ের স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিলেন প্যারিস অলিম্পিকে। শুরুতেই গুরুতর বিতর্কের ঝড় ‘নারী না পুরুষ’! এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ার যথেষ্ট সম্ভাবনা তো থাকেই। ইমানে খেলিফ অবশ্য বিপরীত দলের মানুষ, বিতর্ক তাঁকে ছুঁতেই পারেনি। দৃঢ় মনোবলে সব পেছনে ফেল স্বর্ণজয়ের স্বপ্নটাও পূরণ করলেন রোলা গাঁরোর রিংয়