করোনা যেন পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিক অ্যাথলেটদের। কদিন আগে ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটি হঠাৎ কোভিড পজিটিভ হয়েছেন। এবার আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার নোয়াহ লাইলস। প্যারিস অলিম্পিকই তাঁর শেষ হয়ে গেল।
প্যারিস অলিম্পিকে ৪ * ১০০ মিটারে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছিলেন লাইলস। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারের আজ রাতে ৪ * ১০০ মিটার এবং ৪ * ৪০০ মিটার দুটি রিলে দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল। তবে সামাজিক মাধ্যমে এক পোস্টে লাইলস জানিয়ে দেন, তিনি আর চালিয়ে যেতে পারছেন না। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার বলেছেন, ‘২০২৪ অলিম্পিকে আমার যাত্রা এখানেই শেষ। অলিম্পিক নিয়ে যেরকম স্বপ্ন দেখেছিলাম, এটা তেমন ছিল না। তবে অনেক ভালো লেগেছে। আশা করি সবাই উপভোগ করেছেন।’
১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হবার পর গতকাল রাতে ২০০ মিটারে খেলেন লাইলস। ২০০ মিটারে নামার আগে তাঁকে সার্জিক্যাল মাস্ক পরে থাকতে দেখা গেছে। তবে একবার দৌড় শুরু হলে তাঁর মধ্যে অসুস্থতার উপসর্গ তেমন একটা ধরা পড়েনি। ১৯.৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ২০০ মিটারে। ব্রোঞ্জ জয়ের পরই লাইলসকে ট্র্যাক থেকে নেওয়া হয় হুইলচেয়ারে করে। বতসোয়ানার লেতসিলে তেবেগো ১৯.৪৬ সেকেন্ডে শেষ করে স্বর্ণ জিতেছেন। কেনেথ বেডনারেকের লেগেছে ১৯.৬২ সেকেন্ড।
২০০ মিটার ট্র্যাকে দৌড়ানোর আগেই কোভিড পজেটিভ হয়েছেন বলে জানিয়েছেন লাইলস। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার বলেন, ‘আমার কোভিড আছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আমার কোভিড পজিটিভ হয়। ঘুম থেকে ওঠার পর গলা ব্যথা, কাশিসহ নানা সমস্যা শুরু হতে থাকে। কোভিড পজিটিভ হওয়ার আগে এই উপসর্গ গুলো দেখা যেতে থাকে।’
লাইলস মঙ্গলবার কোভিড পজিটিভ হওয়ার পরই যুক্তরাষ্ট্র ট্র্যাক ও ফিল্ডের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ট্র্যাক ও ফিল্ড বলেছে, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণকে প্রাধান্য দিচ্ছি আমরা। যুক্তরাষ্ট্রের অ্যাথলেটদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। লাইলসকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্বসনযন্ত্রের সমস্যা যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য নীতিমালা কঠোরভাবে মানতে হবে আমাদের।’
করোনা যেন পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিক অ্যাথলেটদের। কদিন আগে ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটি হঠাৎ কোভিড পজিটিভ হয়েছেন। এবার আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার নোয়াহ লাইলস। প্যারিস অলিম্পিকই তাঁর শেষ হয়ে গেল।
প্যারিস অলিম্পিকে ৪ * ১০০ মিটারে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছিলেন লাইলস। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারের আজ রাতে ৪ * ১০০ মিটার এবং ৪ * ৪০০ মিটার দুটি রিলে দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল। তবে সামাজিক মাধ্যমে এক পোস্টে লাইলস জানিয়ে দেন, তিনি আর চালিয়ে যেতে পারছেন না। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার বলেছেন, ‘২০২৪ অলিম্পিকে আমার যাত্রা এখানেই শেষ। অলিম্পিক নিয়ে যেরকম স্বপ্ন দেখেছিলাম, এটা তেমন ছিল না। তবে অনেক ভালো লেগেছে। আশা করি সবাই উপভোগ করেছেন।’
১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হবার পর গতকাল রাতে ২০০ মিটারে খেলেন লাইলস। ২০০ মিটারে নামার আগে তাঁকে সার্জিক্যাল মাস্ক পরে থাকতে দেখা গেছে। তবে একবার দৌড় শুরু হলে তাঁর মধ্যে অসুস্থতার উপসর্গ তেমন একটা ধরা পড়েনি। ১৯.৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ২০০ মিটারে। ব্রোঞ্জ জয়ের পরই লাইলসকে ট্র্যাক থেকে নেওয়া হয় হুইলচেয়ারে করে। বতসোয়ানার লেতসিলে তেবেগো ১৯.৪৬ সেকেন্ডে শেষ করে স্বর্ণ জিতেছেন। কেনেথ বেডনারেকের লেগেছে ১৯.৬২ সেকেন্ড।
২০০ মিটার ট্র্যাকে দৌড়ানোর আগেই কোভিড পজেটিভ হয়েছেন বলে জানিয়েছেন লাইলস। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার বলেন, ‘আমার কোভিড আছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আমার কোভিড পজিটিভ হয়। ঘুম থেকে ওঠার পর গলা ব্যথা, কাশিসহ নানা সমস্যা শুরু হতে থাকে। কোভিড পজিটিভ হওয়ার আগে এই উপসর্গ গুলো দেখা যেতে থাকে।’
লাইলস মঙ্গলবার কোভিড পজিটিভ হওয়ার পরই যুক্তরাষ্ট্র ট্র্যাক ও ফিল্ডের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ট্র্যাক ও ফিল্ড বলেছে, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণকে প্রাধান্য দিচ্ছি আমরা। যুক্তরাষ্ট্রের অ্যাথলেটদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। লাইলসকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্বসনযন্ত্রের সমস্যা যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য নীতিমালা কঠোরভাবে মানতে হবে আমাদের।’
আফগানিস্তানের ইনিংস যখন ১৯০ রানে শেষ হয়, তখন ম্যাচের সম্প্রচারকারী টেলিভিশনের পর্দায় ভেসে উঠে এই তথ্য—আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এটাই দলীয় সর্বনিম্ন রানের স্কোর।
৪ ঘণ্টা আগেঘরের মাটিতে প্রথম ম্যাচ। গ্যালারি ভর্তি ৪ হাজার দর্শক। ম্যাচটি স্মরণীয় করে রাখতে জয়ের চেয়ে ভিন্ন আর কী হতে পারে! তাও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে। নামিবিয়া সেটাই করে দেখাল। একমাত্র টি-টোয়েন্টিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটের নাটকীয় জয়ে ইতিহাস গড়েছে তারা।
৫ ঘণ্টা আগেদারুণ একটা গুগলি দিয়েছিলেন রিশাদ হোসেন। সেটি বুঝতেই পারেননি ইব্রাহিম জাদরান। মিডল স্টাম্পের আশে পাশে পিচ করা বল সামনের পায়ের ভেতরের অংশে লাগে। বাধা না পেলে বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। এলবিডব্লুর জোরালো আবেদন তোলেন আম্পায়াররা। আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান ইব্রাহিম।
৭ ঘণ্টা আগেবিপিএল বিতর্কমুক্ত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের (আইএমজি) সঙ্গে তিন বছরের চুক্তির কথা শোনা যাচ্ছিল গত জুন থেকেই। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি তা। নির্বাচনের পর নতুনভাবে গঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল চাইছে স্বল্প সময়ের মধ্যে অন্তত পাঁচটি দল নিয়ে বিপিএল করতে।
৭ ঘণ্টা আগে