Ajker Patrika

যুক্তরাষ্ট্রের পঞ্চম, না ব্রাজিলের প্রথম

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৯: ৫৭
যুক্তরাষ্ট্রের পঞ্চম, না ব্রাজিলের প্রথম

ফেবারিট স্পেনকে উড়িয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। তাও আবার দলের কিংবদন্তি ফরোয়ার্ড মার্তাকে ছাড়াই। সোনার লড়াইয়ে অবশ্য সেলেসাওরা পাচ্ছেন মেয়েদের ফুটবলের ‘পেলে’কে। সতীর্থরা কি পারবেন ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়ানো মার্তাকে স্মরণীয় বিদায় দিতে? 

মেয়েদের বিশ্বকাপজয়ী স্প্যানিশদের হারানোর পর সেই বার্তাই দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেছিলেন, ‘এটা আমরা তাঁর (মার্তা) জন্য করেছি। আমরা তাঁকে সত্যি দারুণ এক বিদায় দিতে চাই।’ ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলা মার্তার দারুণ বিদায়টা হবে যদি প্রথমবার অলিম্পিক সোনা জিততে পারে ব্রাজিল। নয়তো সারাজীবনের জন্য আক্ষেপ যে রয়েই যাবে ৩৮ বছর বয়সী তারকার। কিন্তু আজ রাত ৯টায় প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে কাজটা কি সহজ হবে সেলেসাওদের? প্রতিপক্ষ যে যুক্তরাষ্ট্র! যাদের হাতে উঠেছে রেকর্ড সমান চারবার করে বিশ্বকাপ ও অলিম্পিক সোনা। 

এবারও যুক্তরাষ্ট্র পার্ক দে প্রিন্সেসের ফাইনালে উঠেছে মেয়েদের ফুটবলে আরেক সফল দল জার্মানিকে হারিয়ে। বছর তিনেক আগে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ ও গত বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের ব্যর্থতা ঘোচাতে মরিয়া হয়ে সোনা জিততে চাইবেন এমা হেইসের দল। খুব বেশি দিন হয়নি এমিলি ফক্সদের দায়িত্ব নিয়েছেন তিনি। চেলসির ডাগআউট ছেড়ে যুক্তরাষ্ট্রে আসার তিন মাসের মাথায় সোনাজয়ের স্বপ্ন দেখছেন হেইস। শিষ্যরাও ৪৭ বছর বয়সী কোচকে পেয়ে উচ্ছ্বসিত। তাঁর মজাদার কথাবার্তা ও সেন্স অব হিউমার অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ড্রেসিংরুম চাঙা রাখছে বলে মনে করেন শিষ্যরা। 

 ৮৫ দিন আগে চেলসির মেয়েদের টানা পঞ্চম সুপার লিগ জিতিয়েছেন হেইস। এবার নিজের সংগ্রহে আরেকটি পদক যোগ করতে ক্ষুধার্ত তিনি, ‘আমি জিততে পছন্দ করি, এটা আমার ডিএনএর অংশ। এমন একটি দলের সঙ্গে আছি, যারা জিততে পছন্দ করে। এবারও অবশ্যই আমাদের লক্ষ্য সোনা জেতা।’ 

এ বছর বুটজোড়া চিরতরে তুলে রাখবেন মার্তা। হয়তো অলিম্পিক ফাইনালই তাঁর শেষ ম্যাচ। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখায় কোয়ার্টার ও সেমিফাইনালে খেলা হয়নি রেকর্ড ছয় ফিফা বর্ষসেরা তারকার। তবে তাঁর ক্যারিয়ারটা আরেকটু দীর্ঘায়িত করেছেন সতীর্থরা। যার জন্য এত কিছু, সেই মার্তা কি পারবেন ফাইনালে জ্বলে উঠে ব্রাজিলকে প্রথমবার অলিম্পিকের সোনা জেতাতে? সেটি হলে প্রথম লাতিন দল হিসেবেও সোনা ঘরে তুলবেন তাঁরা। সঙ্গে নিতে পারবেন প্রতিশোধও। ২০০৪ অ্যাথেন্স ও ২০০৮ বেইজিং—দুবারই গেমসের ফাইনালে ব্রাজিল হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত