Ajker Patrika

ব্রাজিলকে কাঁদানোর রাতে যুক্তরাষ্ট্রের ‘জোড়া ধামাকা’

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১০: ২৯
ব্রাজিলকে কাঁদানোর রাতে যুক্তরাষ্ট্রের ‘জোড়া ধামাকা’

যুক্তরাষ্ট্রের জন্য প্যারিস অলিম্পিকে গত রাতটা যে ছিল ‘সোনায় সোহাগা’। ব্রাজিলকে কাঁদিয়ে মেয়েদের ফুটবলের স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র। মার্কিনরা একই রাতে বাস্কেটবলেও স্বর্ণ জিতল।

১৬ বছর পর মেয়েদের অলিম্পিক ফুটবলে এবার ফাইনালে উঠল ব্রাজিল। তাদের জন্য এটা ছিল প্রতিশোধের ফাইনাল। কারণ ২০০৮ সালে ব্রাজিলকে কাঁদিয়েই নারী অলিম্পিকের স্বর্ণ জিতেছিল যুক্তরাষ্ট্র। মার্কিনরা প্যারিস অলিম্পিকেও করল ইতিহাসের পুনরাবৃত্তি। একই রাতে ফ্রান্সকে হারিয়ে বাস্কেটবলের স্বর্ণপদক জিতল মার্কিনরা।   

ব্রাজিল-যুক্তরাষ্ট্র নারী ফুটবলের ফাইনাল হয়েছিল পার্ক দে প্রিন্সেসে। পার্ক দে প্রিন্সেসে গত রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে ১–০ গোলে হারিয়েছে মার্কিনরা। ৫৭ মিনিটে একমাত্র গোল করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ম্যালরি সোয়ানসন। তাতে দীর্ঘ ১২ বছর পর অলিম্পিকে স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল। অলিম্পিক নারী ফুটবলে যুক্তরাষ্ট্রের এটা পঞ্চম স্বর্ণপদক। যুক্তরাষ্ট্রের বিপরীত চিত্র ব্রাজিল নারী ফুটবল দলে। এখন পর্যন্ত তিনবার অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে উঠে  তিনবারই রৌপ্যপদক নিয়ে বাড়ি ফিরতে হলো ব্রাজিলকে।

ছেলেদের বাস্কেটবলে স্বর্ণপদকও জিতল যুক্তরাষ্ট্র। ছবি: এএফপিপ্যারিসের বের্সি অ্যারেনায় বাস্কেটবল ফাইনাল স্বাগতিক ফ্রান্সের সঙ্গে সমানে সমানে লড়াই হচ্ছিল যুক্তরাষ্ট্রের। ম্যাচের অধিকাংশ সময়জুড়ে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু স্টিফেন কারির ঝলকে ফাইনালের মোড় ঘুরে গেল। কারি একাই এনে দিলেন ২৪ পয়েন্ট। স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে ৯৮–৮৭ পয়েন্টে জিতে ছেলেদের বাস্কেটবলে স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র। মার্কিনদের ইতিহাসে এটা টানা পঞ্চম বাস্কেটবল শিরোপা। 

লেব্রন জেমস এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকে স্বর্ণপদক জিতলেন। ইতিহাস গড়েছেন কেভিন ডুরান্ট। ছেলেদের অলিম্পিক বাস্কেটবলে প্রথম খেলোয়াড় হিসেবে  তিনি জিতলেন চারটি সোনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত