খেলার জগতে বদল এনেছে প্রযুক্তি
খেলাধুলার জগৎ সব সময় গতিশীল। প্রযুক্তিগত অগ্রগতি এর গতিকে অন্য স্তরে নিয়ে গেছে। পারফরম্যান্সের উন্নতি থেকে শুরু করে ভক্তরা কোনো খেলাধুলার সঙ্গে কীভাবে সম্পর্কিত থাকবে, সেটাও এখন নির্ধারণ করে প্রযুক্তি। চলছে গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ অলিম্পিক। এ সময় দেখে নেওয়া যাক খেলাধুলার জগতে প্রযুক্তি কতটা বদ