স্বর্ণজয়ের স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিলেন প্যারিস অলিম্পিকে। শুরুতেই গুরুতর বিতর্কের ঝড় ‘নারী না পুরুষ’! এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ার যথেষ্ট সম্ভাবনা তো থাকেই। ইমানে খেলিফ অবশ্য বিপরীত দলের মানুষ, বিতর্ক তাঁকে ছুঁতেই পারেনি। দৃঢ় মনোবলে সব পেছনে ফেল স্বর্ণজয়ের স্বপ্নটাও পূরণ করলেন রোলা গাঁরোর রিংয়ে।
নারী না পুরুষ—এই বিতর্ক অলিম্পিকসহ বিভিন্ন প্রতিযোগিতায় নতুন কিছু নয়। ২০২৪ প্যারিস অলিম্পিকে আলজেরিয়ান বক্সার খেলিফ ও তাইওয়ানের লিন ইয়ু–তিংকে নিয়েও একই বিতর্ক হয়েছে। গতকাল মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজির ফাইনালে চীনের ইয়াং লিউকে ৫-০ ব্যবধানে হারিয়ে অলিম্পিকে নিজের প্রথম স্বর্ণ জেতেন খেলিফ।
অলিম্পিকে নিজের প্রথম ম্যাচে খেলিফ জয় তুলে নেন মাত্র ৪৬ সেকেন্ডে। তাঁর শক্তিশালী পাঞ্চে টিকতে পারেননি ইতালির অ্যাঞ্জেলা কারিনি। কোয়ার্টার ফাইনালেও তাঁর সামনে দাঁড়াতে পারেননি হাঙ্গেরির লুকা আন্না হামোরিও। এর মধ্যে তুমুল বিতর্ক—খেলিফ নারী না পুরুষ। দৈহিক গঠন পুরুষের মতো বললেন প্রতিপক্ষরা।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) পরিষ্কার জানায়, সব ধরনের নিয়ম মেনেই অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন খেলিফ। খেলা চালিয়ে যেতে আর কোনো বাধা ছিল না। ফাইনালেও বজায় থাকে খেলিফের দাপট। বিশ্ব চ্যাম্পিয়ন ইয়াং লিউকে তেমন সুযোগ দেননি এই আলজেরিয়ান অ্যাথলেট।
অলিম্পিকের স্বর্ণ জেতার স্বপ্ন আট বছর ধরে বুনেছিলেন খেলিফ। সাফল্য অর্জনের পর বললেন, ‘আমি খুবই আনন্দিত। আট বছর ধরে এই স্বপ্ন দেখে আসছিলাম এবং এই মুহূর্তে আমি অলিম্পিক চ্যাম্পিয়ন। একজন স্বর্ণজয়ী। আট বছর ধরে অনেক কষ্ট করেছি। নির্ঘুম রাত কাটিয়েছি। আর এখন তার ফল হিসেবে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছি। যাঁরা আমাকে সমর্থন দিতে এসেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
স্বর্ণজয়ের স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিলেন প্যারিস অলিম্পিকে। শুরুতেই গুরুতর বিতর্কের ঝড় ‘নারী না পুরুষ’! এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ার যথেষ্ট সম্ভাবনা তো থাকেই। ইমানে খেলিফ অবশ্য বিপরীত দলের মানুষ, বিতর্ক তাঁকে ছুঁতেই পারেনি। দৃঢ় মনোবলে সব পেছনে ফেল স্বর্ণজয়ের স্বপ্নটাও পূরণ করলেন রোলা গাঁরোর রিংয়ে।
নারী না পুরুষ—এই বিতর্ক অলিম্পিকসহ বিভিন্ন প্রতিযোগিতায় নতুন কিছু নয়। ২০২৪ প্যারিস অলিম্পিকে আলজেরিয়ান বক্সার খেলিফ ও তাইওয়ানের লিন ইয়ু–তিংকে নিয়েও একই বিতর্ক হয়েছে। গতকাল মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজির ফাইনালে চীনের ইয়াং লিউকে ৫-০ ব্যবধানে হারিয়ে অলিম্পিকে নিজের প্রথম স্বর্ণ জেতেন খেলিফ।
অলিম্পিকে নিজের প্রথম ম্যাচে খেলিফ জয় তুলে নেন মাত্র ৪৬ সেকেন্ডে। তাঁর শক্তিশালী পাঞ্চে টিকতে পারেননি ইতালির অ্যাঞ্জেলা কারিনি। কোয়ার্টার ফাইনালেও তাঁর সামনে দাঁড়াতে পারেননি হাঙ্গেরির লুকা আন্না হামোরিও। এর মধ্যে তুমুল বিতর্ক—খেলিফ নারী না পুরুষ। দৈহিক গঠন পুরুষের মতো বললেন প্রতিপক্ষরা।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) পরিষ্কার জানায়, সব ধরনের নিয়ম মেনেই অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন খেলিফ। খেলা চালিয়ে যেতে আর কোনো বাধা ছিল না। ফাইনালেও বজায় থাকে খেলিফের দাপট। বিশ্ব চ্যাম্পিয়ন ইয়াং লিউকে তেমন সুযোগ দেননি এই আলজেরিয়ান অ্যাথলেট।
অলিম্পিকের স্বর্ণ জেতার স্বপ্ন আট বছর ধরে বুনেছিলেন খেলিফ। সাফল্য অর্জনের পর বললেন, ‘আমি খুবই আনন্দিত। আট বছর ধরে এই স্বপ্ন দেখে আসছিলাম এবং এই মুহূর্তে আমি অলিম্পিক চ্যাম্পিয়ন। একজন স্বর্ণজয়ী। আট বছর ধরে অনেক কষ্ট করেছি। নির্ঘুম রাত কাটিয়েছি। আর এখন তার ফল হিসেবে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছি। যাঁরা আমাকে সমর্থন দিতে এসেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
আফগানিস্তানের ইনিংস যখন ১৯০ রানে শেষ হয়, তখন ম্যাচের সম্প্রচারকারী টেলিভিশনের পর্দায় ভেসে উঠে এই তথ্য—আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এটাই দলীয় সর্বনিম্ন রানের স্কোর।
৪ ঘণ্টা আগেঘরের মাটিতে প্রথম ম্যাচ। গ্যালারি ভর্তি ৪ হাজার দর্শক। ম্যাচটি স্মরণীয় করে রাখতে জয়ের চেয়ে ভিন্ন আর কী হতে পারে! তাও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে। নামিবিয়া সেটাই করে দেখাল। একমাত্র টি-টোয়েন্টিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটের নাটকীয় জয়ে ইতিহাস গড়েছে তারা।
৫ ঘণ্টা আগেদারুণ একটা গুগলি দিয়েছিলেন রিশাদ হোসেন। সেটি বুঝতেই পারেননি ইব্রাহিম জাদরান। মিডল স্টাম্পের আশে পাশে পিচ করা বল সামনের পায়ের ভেতরের অংশে লাগে। বাধা না পেলে বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। এলবিডব্লুর জোরালো আবেদন তোলেন আম্পায়াররা। আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান ইব্রাহিম।
৭ ঘণ্টা আগেবিপিএল বিতর্কমুক্ত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের (আইএমজি) সঙ্গে তিন বছরের চুক্তির কথা শোনা যাচ্ছিল গত জুন থেকেই। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি তা। নির্বাচনের পর নতুনভাবে গঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল চাইছে স্বল্প সময়ের মধ্যে অন্তত পাঁচটি দল নিয়ে বিপিএল করতে।
৭ ঘণ্টা আগে