Ajker Patrika

ভারতীয় অ্যাথলেটকে হারিয়ে স্বর্ণ পাকিস্তানের

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৮: ২২
ভারতীয় অ্যাথলেটকে হারিয়ে স্বর্ণ পাকিস্তানের

অলিম্পিকে অংশ নিতে প্যারিসে পৌঁছানো সহজ ছিল না আরশাদ নাদিমের। শেষ পর্যন্ত পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসেছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস। কঠিন পথই যেন অ্যাথলেটকে আরও লড়াকু হিসেবে পরিণত করল, যার সুফল পেলেন অলিম্পিকের মঞ্চে।

বর্শা নিক্ষেপে ভারতের গত টোকিও অলিম্পিকের চ্যাম্পিয়ন নিরাজ চোপড়াকে হারিয়ে, স্বর্ণ জিতলেন পাকিস্তানের আরশাদ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ পাকিস্তানের কাটল ৩২ বছরের স্বর্ণ পদকের খরা। আরশাদের কল্যাণে অ্যাথলেটিকসে প্রথমবারের মতো স্বর্ণ পদকও পেল তারা।

দ্বিতীয় নিক্ষেপে ৯২.৯৭ মিটার দূরে বর্শা ছোড়েন আরশাদ। অলিম্পিকের ইতিহাসে এই ইভেন্টের তালিকায় যেটি ষষ্ঠ নম্বরে জায়গা করে নিয়েছে। অলিম্পিকে এবারও সোনার পদক ধরে রাখার সম্ভাবনায় এগিয়ে ছিলেন চোপড়া। তবে ফাইনালে পুরোটা সময় ছিলেন অচেনা। প্রথম পাঁচ প্রচেষ্টায় ফাউল করার পর, শেষবার ৮৯.৪৫ মিটার ছুড়ে জেতেন রুপা। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৮৮.৫৪ মিটার ছুড়ে জেতেন ব্রোঞ্জ।

টোকিও অলিম্পিকে চোপড়া হয়েছিলেন চ্যাম্পিয়ন, আরশাদ হয়েছিলেন পঞ্চম। ২৭ বছর বয়সী আরশাদ সর্বশেষ কমনওয়েলথ গেমসেও জিতেছিলেন স্বর্ণ। অলিম্পিকে যেকোনো ইভেন্টে ১৯৯২ সালের পর প্রথম স্বর্ণ পদক জিতল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত