প্যারিস অলিম্পিকের শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। আগামী পরশু শেষ হবে ২০২৪ গ্রেটেস্ট শো অন আর্থ। পদকের লড়াইয়ে আজ শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে স্বর্ণ জিতেছে।
আজ ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে স্বর্ণ জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এতে চীনের স্বর্ণ হয়ে যায় ৩০ টি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র, ৭৪টি পদক চীনের। লড়াইটা মূলত স্বর্ণ দিয়েই বিবেচনা করা হয়, আরেকটি স্বর্ণ বেশি জিতলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে তারা।
টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল চীন। এবারও সেই ছন্দ অব্যাহত থাকর। প্যারিসে আজ ফাইনালে কোনো বেগ পেতে হয়নি শিজিয়াও-মেনগ্যার। আগের দিনেই গড়া ১: ৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১: ৫২.৮১ সময়েই স্বর্ণ জিতে নেন এই চাইনিজ জুটি।
কঠিন লড়াই হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন ও কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। তাঁদের লেগেছে ১: ৫৪.৩০ সময়।
ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি ও কেটি ভিনসেন্টে জুটিকে,১: ৫৪.৩৬ সময় লাগে তাঁদের। সর্বমোট পদক জেতায় যুক্তরাষ্ট্র, চীনের পর ৪৬টি নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
প্যারিস অলিম্পিকের শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। আগামী পরশু শেষ হবে ২০২৪ গ্রেটেস্ট শো অন আর্থ। পদকের লড়াইয়ে আজ শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে স্বর্ণ জিতেছে।
আজ ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে স্বর্ণ জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এতে চীনের স্বর্ণ হয়ে যায় ৩০ টি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র, ৭৪টি পদক চীনের। লড়াইটা মূলত স্বর্ণ দিয়েই বিবেচনা করা হয়, আরেকটি স্বর্ণ বেশি জিতলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে তারা।
টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল চীন। এবারও সেই ছন্দ অব্যাহত থাকর। প্যারিসে আজ ফাইনালে কোনো বেগ পেতে হয়নি শিজিয়াও-মেনগ্যার। আগের দিনেই গড়া ১: ৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১: ৫২.৮১ সময়েই স্বর্ণ জিতে নেন এই চাইনিজ জুটি।
কঠিন লড়াই হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন ও কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। তাঁদের লেগেছে ১: ৫৪.৩০ সময়।
ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি ও কেটি ভিনসেন্টে জুটিকে,১: ৫৪.৩৬ সময় লাগে তাঁদের। সর্বমোট পদক জেতায় যুক্তরাষ্ট্র, চীনের পর ৪৬টি নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১২ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৩ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে