১৯ বছর পর লাল দুর্গে নেই নাদাল
চোটের কারণে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা টুর্নামেন্টই এড়িয়ে গিয়েছিলেন। ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি মাস্টার্সে খেলেননি। রোম মাস্টার্স সিরিজের পর খেলেননি মাদ্রিদ ওপেনেও। তখনই একটা আশঙ্কা করা হয়েছিল, না জানি ফ্রেঞ্চ ওপেনটাও মিস করে ফেলেন! সেই আশঙ্কাটাই সত্যি হলো।