ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।
ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৮ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৯ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১১ ঘণ্টা আগে