ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।
ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে