ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।
ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করা হয়েছিল এশিয়া কাপের সময়ই। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরেই বাংলাদেশ আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু হঠাৎ করেই বদলে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি।
৮ মিনিট আগেঅনেক আলোচনা–সমালোচনার পর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহ–সভাপতির পদে বসেছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। প্রথমে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে ২৩ জন পরিচালক পায় বিসিবি (ভোটে এবং বিনা প্রতিদ্বন্দ্বীয়)।
১১ মিনিট আগেইতোমধ্যে বিশ্ব ফুটবলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন লামিনে ইয়ামাল। দারুণ সব ফুটবলীয় দক্ষতার কারণে বাকিদের থেকে সহজেই আলাদা করা যায় তাকে। এই স্প্যানিশ তরুণকে লিওনেল মেসি, নেইমারের সঙ্গে তুলনা করা হয়। যেটার ব্যাখ্যা দিলেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ।
২৩ মিনিট আগেনির্বাচনের এক দিন পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে এলো পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি ) মনোনীত দুই পরিচালকের একটিতে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে এনএসসি।
২ ঘণ্টা আগে