ফ্রেঞ্চ ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে জেতার পরও যেন হেরে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। সেমিফাইনাল নিশ্চিত করার পর কোর্টে নেট ধরে তাঁর দাঁড়িয়ে থাকার হতাশ চেহারা যেন সেটাই ইঙ্গিত করল।
এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-৪,৬-৪ সেটে হারানোর পর ইউক্রেনীয় টেনিস তারকার সঙ্গে নিয়ম অনুযায়ী হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু নিয়ম মানার কোনো সৌজন্য দেখাননি সভিতোলিনা। হারের পর সাবেলেঙ্কার সঙ্গে হাত না মিলিয়ে কোর্ট ছাড়েন তিনি।
হাত না মেলানোর জন্য অবশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ দায়ী। সভিতোলিনার দেশে রাশিয়া সামরিক আক্রমণ চালানোর প্রতিবাদ হিসেবে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেলারুশ আক্রমণ না চালালেও সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনিসহ স্বদেশি খেলোয়াড়রা। যার ফলেই সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি ইউক্রেনীয় নারী টেনিস তারকা। এর আগেও মাটির কোর্টে এমন অভিজ্ঞতা হয়েছে দ্বিতীয় বাছাই বেলারুশ তারকার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তাঁর সঙ্গে হাত মেলাননি আরেক ইউক্রেনীয় টেনিস তারকা মার্তা কস্তিয়ুক।
এমন কাণ্ডে ম্যাচে শেষে দর্শকের দুয়ো শুনতে হয়েছে সভিতোলিনাকে। হাত না মেলানোর বিষয়ে তিনি বলেছেন, ‘জানি না কেন সে (সাবালেঙ্কা) অপেক্ষা করেছিল। কারণ হাত মেলানোর বিষয়ে আমার বক্তব্য আগে থেকেই পরিষ্কার ছিল।’
সে যাই হোক এ জয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে পৌঁছালেন সাবালেঙ্কা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। আগামী ৮ জুন প্রতিপক্ষকে হারাতে পারলেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আরেকটি শিরোপা জয়ের সুযোগ পাবেন তিনি।
ফ্রেঞ্চ ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে জেতার পরও যেন হেরে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। সেমিফাইনাল নিশ্চিত করার পর কোর্টে নেট ধরে তাঁর দাঁড়িয়ে থাকার হতাশ চেহারা যেন সেটাই ইঙ্গিত করল।
এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-৪,৬-৪ সেটে হারানোর পর ইউক্রেনীয় টেনিস তারকার সঙ্গে নিয়ম অনুযায়ী হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু নিয়ম মানার কোনো সৌজন্য দেখাননি সভিতোলিনা। হারের পর সাবেলেঙ্কার সঙ্গে হাত না মিলিয়ে কোর্ট ছাড়েন তিনি।
হাত না মেলানোর জন্য অবশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ দায়ী। সভিতোলিনার দেশে রাশিয়া সামরিক আক্রমণ চালানোর প্রতিবাদ হিসেবে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেলারুশ আক্রমণ না চালালেও সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনিসহ স্বদেশি খেলোয়াড়রা। যার ফলেই সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি ইউক্রেনীয় নারী টেনিস তারকা। এর আগেও মাটির কোর্টে এমন অভিজ্ঞতা হয়েছে দ্বিতীয় বাছাই বেলারুশ তারকার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তাঁর সঙ্গে হাত মেলাননি আরেক ইউক্রেনীয় টেনিস তারকা মার্তা কস্তিয়ুক।
এমন কাণ্ডে ম্যাচে শেষে দর্শকের দুয়ো শুনতে হয়েছে সভিতোলিনাকে। হাত না মেলানোর বিষয়ে তিনি বলেছেন, ‘জানি না কেন সে (সাবালেঙ্কা) অপেক্ষা করেছিল। কারণ হাত মেলানোর বিষয়ে আমার বক্তব্য আগে থেকেই পরিষ্কার ছিল।’
সে যাই হোক এ জয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে পৌঁছালেন সাবালেঙ্কা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। আগামী ৮ জুন প্রতিপক্ষকে হারাতে পারলেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আরেকটি শিরোপা জয়ের সুযোগ পাবেন তিনি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে