অসুস্থতার কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা। আজ নারী সিঙ্গেলের তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে কোর্টে নামার খানিক আগে এ সিদ্ধান্ত নেন তিনি।
রোলাঁ গারো জয়ের ফেবারিটদের একজন ছিলেন রাইবাকিনা। প্রথম দুই রাউন্ড দাপটের সঙ্গে জিতেছেন ২৩ বছর বয়সী কাজাখ। নাম প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দুই দিন ধরে ঘুমাইনি। আমার জ্বর, মাথাব্যথা।’
গত বছর উইম্বলডন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পান রাইবাকিনা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও খেলেছেন। নিজের অসুস্থতার প্রসঙ্গে চতুর্থ বাছাই তারকা আরও বলেছেন, ‘পারফর্ম করা খুব কঠিন, দৌড়ানো এমনকি শ্বাস নেওয়াও। তাই আমি চিন্তা করেছি, সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।’
সম্প্রতি ইতালিয়ান ওপেন জিতে রোলাঁ গারোতে এসেছিলেন রাইবাকিনা। বর্তমানের ডব্লুটিএর ‘বিগ থ্রি’র একজন তিনি। শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক ও দ্বিতীয় বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার পাশাপাশি ক্লে-কোর্টের সম্ভাব্য গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের একজন হিসেবে ভাবা হচ্ছিল রাইবাকিনাকে। প্রথম দুই রাউন্ডে একটি সেটও না হেরে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন তিনি।
ম্যাচের আগেই হুট করে ‘ওয়াকওভার’ করতে হওয়ায় হতাশ রাইবাকিনা। নাম প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেছেন, ‘অবশ্যই, খেলতে না পারায় আমি সত্যিই হতাশ। তবে আমি মনে করি, এটাই জীবন। যেখানে প্রচুর উত্থান-পতন হয়। আমি শতভাগ দিতে চেয়েছিলাম, এবং আমি এর থেকে শতভাগ দূরে আছি। গতকাল থেকে আমার ভালো লাগছিল না। আমি দুই রাত ঘুমোতে পারিনি, শরীরে জ্বরও আছে। আমি সত্যিই ওয়ার্ম-আপ করার চেষ্টা করেছিলাম। তবে আমার মনে হয়েছে, নাম প্রত্যাহারই সঠিক সিদ্ধান্ত। কারণ এই অবস্থায় খেলা সত্যিই কঠিন।’
অসুস্থতার কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা। আজ নারী সিঙ্গেলের তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে কোর্টে নামার খানিক আগে এ সিদ্ধান্ত নেন তিনি।
রোলাঁ গারো জয়ের ফেবারিটদের একজন ছিলেন রাইবাকিনা। প্রথম দুই রাউন্ড দাপটের সঙ্গে জিতেছেন ২৩ বছর বয়সী কাজাখ। নাম প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি দুই দিন ধরে ঘুমাইনি। আমার জ্বর, মাথাব্যথা।’
গত বছর উইম্বলডন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পান রাইবাকিনা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও খেলেছেন। নিজের অসুস্থতার প্রসঙ্গে চতুর্থ বাছাই তারকা আরও বলেছেন, ‘পারফর্ম করা খুব কঠিন, দৌড়ানো এমনকি শ্বাস নেওয়াও। তাই আমি চিন্তা করেছি, সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।’
সম্প্রতি ইতালিয়ান ওপেন জিতে রোলাঁ গারোতে এসেছিলেন রাইবাকিনা। বর্তমানের ডব্লুটিএর ‘বিগ থ্রি’র একজন তিনি। শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক ও দ্বিতীয় বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার পাশাপাশি ক্লে-কোর্টের সম্ভাব্য গ্র্যান্ড স্ল্যাম জয়ীদের একজন হিসেবে ভাবা হচ্ছিল রাইবাকিনাকে। প্রথম দুই রাউন্ডে একটি সেটও না হেরে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন তিনি।
ম্যাচের আগেই হুট করে ‘ওয়াকওভার’ করতে হওয়ায় হতাশ রাইবাকিনা। নাম প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেছেন, ‘অবশ্যই, খেলতে না পারায় আমি সত্যিই হতাশ। তবে আমি মনে করি, এটাই জীবন। যেখানে প্রচুর উত্থান-পতন হয়। আমি শতভাগ দিতে চেয়েছিলাম, এবং আমি এর থেকে শতভাগ দূরে আছি। গতকাল থেকে আমার ভালো লাগছিল না। আমি দুই রাত ঘুমোতে পারিনি, শরীরে জ্বরও আছে। আমি সত্যিই ওয়ার্ম-আপ করার চেষ্টা করেছিলাম। তবে আমার মনে হয়েছে, নাম প্রত্যাহারই সঠিক সিদ্ধান্ত। কারণ এই অবস্থায় খেলা সত্যিই কঠিন।’
কলম্বোতে ২ অক্টোবর পাকিস্তানকে উড়িয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা মারুফা আক্তারকে প্রশংসায় ভাসাতে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা। নিগার সুলতানা জ্যোতির মতে বাংলাদেশের ক্রিকেটার সেরা পেসার হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে মারুফার।
৪০ মিনিট আগেবাংলাদেশের কাছে শারজায় পরশু রাতে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে আফগানিস্তান। সেই সিরিজের পর দল দুটি এবার মুখোমুখি হবে সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডেতে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ধাক্কা খেল আফগানরা।
১ ঘণ্টা আগেঘরের মাঠ বলে কথা। গ্যালারি পরিপূর্ণ না হলে কি চলে! সমর্থকদের মধ্যে উন্মাদনার মাত্রা কেমন, সেটা নতুন করে বলার দরকার আছে বলে মনে হয় না। উদাহরণ হিসেবে প্রথম ধাপে ২৪ মিনিটে ম্যাচের ১৯ হাজার টিকিট বিক্রি হওয়ার বিষয়টিও তুলে ধরা যায়। খবরটা অজানা নয় প্রতিপক্ষ হংকংয়ের কাছেও।
১ ঘণ্টা আগেআমিনুল ইসলাম বুলবুলের পাশে যখন তিনি দাঁড়ালেন, সেটাই অনেকের কাছে বিস্ময়। জেলা ক্রীড়া সংস্থা থেকে উঠে আসা ঢাকার বড় হোটেলের চেনা মুখ মোহাম্মদ শাখাওয়াত হোসেন এখন বিসিবির সহ-সভাপতি। পরিচয়টা যত ঝকঝকে, পথটা ততই চ্যালেঞ্জিং।
২ ঘণ্টা আগে