অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
আগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে পাকিস্তান। অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে পারলেই ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এরপরও পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের খারাপ ফর্ম ভাবাচ্ছে ভক্তদের। তাতেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দলে ফেরার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।
২ ঘণ্টা আগেপাজরের বাঁ পাশের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও তাঁকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তিনি না থাকায় নেতৃত্বের ভার যথারীতি জাকের আলীর কাঁধে। গতকাল ভারতের কাছে ৪১ রানে হারের পর জাকের বলেছিলেন লিটনকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
৩ ঘণ্টা আগে